বিষয়শ্রেণী আলোচনা:বাংলাদেশের প্রেক্ষাগৃহ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mehediabedin কর্তৃক ১ বছর পূর্বে "স্থানান্তর" অনুচ্ছেদে

স্থানান্তর[সম্পাদনা]

@Mehediabedin, সুধী, আপনি এই বিষয়শ্রেণীগুলোকে গণহারে স্থানান্তর করেছেন দেখতে পেলাম। কিন্তু এর কারণটি বুঝতে পারলাম না। এই বিষয়শ্রেণীটি আমি শুরু করেছিলাম। তাই ব্যক্তিগত আগ্রহ থেকে জানতে চাইছি। :) — আদিভাইআলাপ০৩:০৬, ৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আসলে ব্যাপারটা হল কলকাতার সিনেমা হলগুলোর জন্য বিষয়শ্রেণীর নাম দেওয়া হয়েছিল "বিষয়শ্রেণী:কলকাতার সিনেমা হল"। এখন আমাদের দেশে সিনেমা হল নামটা পরিচিত হলেও সেটা বাংলা নাম নয়। আবার একইভাবে এই বিষয়শ্রেণীর নাম দেওয়া হয় "বিষয়শ্রেণী:বাংলাদেশের সিনেমা হল"। এই বিষয়শ্রেণীকে আমি আগে "বিষয়শ্রেণী:বাংলাদেশের প্রেক্ষাগৃহ" নামে স্থানান্তর করেছিলাম। কিন্তু সেটা ভুল ছিল, কেননা ইংরেজি ভাষায় সিনেমা হলের প্রচলিত নাম "মুভি থিয়েটার" যার অর্থ করলে হয় "চলচ্চিত্র প্রেক্ষাগৃহ"। শুধু "প্রেক্ষাগৃহ" ব্যবহার করলে সেটা "নাট্যমঞ্চ" অর্থেও বোঝানো হয়ে থাকে। এমনও হতে পারে যে ভবিষ্যতে অন্য নতুন কোন বিষয়শ্রেণীর জন্য "প্রেক্ষাগৃহ" শব্দটি ব্যবহার করা লাগতে পারে। তাই সবদিক বিবেচনা করে গণহারে স্থানান্তর করেছি। মেহেদী আবেদীন ০৩:৪৩, ৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 মেহেদী আবেদীন ০৩:৪৩, ৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin, সিনেমা হল বাংলা নয়? আচ্ছা, এই যুক্তি মেনে নিলাম। আপনি কখনো কোনো প্রতিবেদনে “চলচ্চিত্র প্রেক্ষাগৃহ” ব্যবহৃত হতে দেখেছেন? উইকিপিডিয়ায় ইংরেজির আক্ষরিক অনুবাদের চেয়ে প্রায়োগিক অনুবাদটিই ব্যবহার করা উচিত বলে মনে হয়। অন্যথায় কখনো কখনো শব্দের সঠিক অর্থ প্রকাশ পায় না। অর্থাৎ শুধু “প্রেক্ষাগৃহ” এখানে ঠিক ছিল। “চলচ্চিত্র প্রেক্ষাগৃহ” এখানে দ্বিরূক্তি। (তবে সিনেমা হল এখানে সবচেয়ে পরিচিত নাম ছিল। বাংলাদেশের অধিকাংশ সিনেমা হলের নামকরণেও এর প্রভাব ছিল। সেই তুলনায় প্রেক্ষাগৃহ প্রথম আলো, আনন্দবাজারের হাত ধরে নতুন করে পরিচিতি পাচ্ছে।) আপনাকে অনুরোধ করব, বিষয়শ্রেণীগুলোকে আবার আগের “প্রেক্ষাগৃহ” নামে ফেরত নিয়ে যান। আরেকটি অনুরোধ থাকবে, আপনি যেখানে ১০০% নিশ্চিত নন, সেখানে নিজ থেকে এইরকম গণস্থানান্তর করবেন না। প্রয়োজনে মেসেঞ্জার বা অন্য কোনো সামাজিক মাধ্যমের গ্রুপে হালকা আলোচনা করে নিলেও বাকিদের মতামত জানা যাবে। শুভকামনা। :) — আদিভাইআলাপ০৩:৫২, ৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 কিন্তু মুভি থিয়েটার নিবন্ধকে তো চলচ্চিত্র প্রেক্ষাগৃহ করা হয়েছে। যেহেতু এর মূল বিষয়শ্রেণী এই নামে সেহেতু এই নামেই বিষয়শ্রেণী তৈরি করা কি যৌক্তিক নয়? আমি শুধু বাংলা উইকিপিডিয়ার নিবন্ধে যে নামটা ব্যবহার করা হয়েছে সেটাই অনুসরণ করেছি। এখানে নিশ্চিত না হওয়ার তো কিছু নেই! তাছাড়া অর্থগত ভাবেও প্রেক্ষাগৃহ শব্দটি নাট্যশালা অর্থেই বোঝায়। তাই "চলচ্চিত্র প্রেক্ষাগৃহ" দ্বিরূক্তি বলা যায়না। প্রায়োগিক অর্থ ব্যবহার করতে পারছিনা কেননা ভবিষ্যতে কোন বিশেষ জাতীয় বিষয়শ্রেণীর জন্য যে "প্রেক্ষাগৃহ" শব্দটি ব্যবহার করতে হবেনা তার কোন নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে প্রেক্ষাগৃহ শব্দটিকে ভবিষ্যতের জন্য রাখা যেতে পারে। সুতরাং এটা বলা যাবেনা যে স্থানান্তরের ক্ষেত্রে আমি শতভাগ নিশ্চিত ছিলাম না। আমি বাংলা উইকিপিডিয়ার মূল শিরোনাম ও আভিধানিক অর্থ অনুসরণ করেই সব করেছি। শতভাগ নিশ্চিত নই "Films by Country" ও "Cinema of Country" বিষয়শ্রেণীর ক্ষেত্রে, সেজন্য এগুলোর জন্য আলোচনাসভায় আলোচনা করার পরিকল্পনা আছে। আমার অনুরোধ থাকবে, চলচ্চিত্র প্রেক্ষাগৃহ এই নিবন্ধটির সঠিক শিরোনাম কিনা সেটা নিবন্ধটির আলোচনা পাতায় আলোচনা করে স্থানান্তর করুন, সেক্ষেত্রে নিবন্ধের শিরোনাম অনুযায়ী আমি সব বিষয়শ্রেণী স্থানান্তর করব। কারণ বিষয়শ্রেণীর নাম এর মূল নিবন্ধের শিরোনামের সাথে মিলিয়ে রাখা উচিত। মেহেদী আবেদীন ০৪:০৩, ৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin ভাষা আসলে মানুষই সৃষ্টি করেছে এবং করছে। আজকে যেটাকে আমরা বিল্ডিং বলছি, সেটাকে শ'খানেক বছর অন্যনামেও ডাকা হতে পারে বা বহু আগে অন্য নামেও ডাকা হতো হয়তো। এটার দ্বারা আমি জাস্ট বুঝাচ্ছি, ভাষা হলো বর্তমানের প্রচলিত রূপ, ভাষা শুধু প্রচলিত রূপকেই গ্রহণ করে। উইকিপিডিয়ার নীতিমালা ঠিক এই একইভাবে এটা কোন ভাষার শব্দ, এই শব্দের রুট কোন ভাষা থেকে এসেছে এটি দেখেনা। উইকিপিডিয়া শুধু সমাজে সর্বাধিক প্রচলিত রূপকে গ্রহণ করে। আমাদেরও ভাষান্তর না করে (বাংলা টু ইংলিশ অথবা ইংলিশ টু বাংলা) শুধু শব্দের বর্তমানের প্রচলিত রূপকে গ্রহণ করা উচিত।
আবার বিল্ডিং এর সমার্থক শব্দ অনেক হতে পারে, দালান, ভবন, আলয় বা নিলয় হতে পারে। এগুলোর সবগুলো বাংলা হলেও আমরা মাত্র একটি রূপকেই শিরোনাম হিসাবে গ্রহণ করি, এখানেও আমরা সর্বাধিক প্রচলিত রূপকেই গ্রহণ করছি। WP:নিবন্ধের শিরোনামও তাই বলছে। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৭:৪২, ৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram আমার সেই ব্যাপারে কোন আপত্তি নেই। তবে সবার আগে এর মূল বিষয়শ্রেণীর নিবন্ধ চলচ্চিত্র প্রেক্ষাগৃহ শিরোনাম আলোচনা করে "প্রেক্ষাগৃহ" শিরোনামে স্থানান্তর করা হলে আমিও বিষয়শ্রেণীগুলো স্থানান্তর করে নেবো। মূল নিবন্ধ স্থানান্তর না করে বিষয়শ্রেণী ভিন্ন নামে স্থানান্তর করলে ব্যাপারটা অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। মেহেদী আবেদীন ০৭:৪৭, ৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin, তাহলে থাকুক। ব্যক্তিগত অনাগ্রহ থেকে আমি সেই নিবন্ধের পুনর্নামকরণের আলোচনা শুরু করতে আগ্রহী নই। একই কারণে এক আলোচনাও এখানে বন্ধ করতে ইচ্ছুক। আপনাকে এবং দেলোয়ার ভাইকে আপনাদের মূল্যবান সময় দিয়ে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। — আদিভাইআলাপ১০:২৭, ৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 @DeloarAkram আমি ওই নিবন্ধে আলোচনা শুরু করেছি। শুধু সবার ঐক্যমত পেলেই স্থানান্তর করা যাবে। মেহেদী আবেদীন ১০:৩১, ৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন