বিষয়শ্রেণী আলোচনা:বাংলাদেশী ছড়াকার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশী ছড়াকার[সম্পাদনা]

১৯৮০'র দশকের মধ্যভাগ থেকে লিখছেন সিতাংশু কর। তাঁর লেখক জীবন শুরু হয় ছড়া লেখা দিয়ে। বক্তব্যপ্রধান ছড়ার পাশাপাশি হাস্যরসাত্মক বা কিম্ভূত ছড়াও তিনি লিখেছেন এবং লিখছেন। তাঁর প্রথম ছড়ার বই "তালপাতার বাঁশি" প্রকাশিত হয় ১৯৮৩ সালে। "ছড়ার হাঁড়ি ভাঙলো হাটে" তাঁর কিম্ভূত ছড়ার অসাধারণ বই।

বাংলাদেশের ছড়াসাহিত্যে জসীম মেহবুবের নাম উল্লেখযোগ্য। তিনি ১৯৮০'র দশক থেকে লিখছেন। তিনি প্রধানত শিশুতোষ ছড়া রচয়িতা। শিশুর স্বভাব ও আচার-আচরণকে তিনি সাবলীল ভাষায় ছড়ায় উপস্থাপন করে অবিমিশ্র হাস্যরস সৃষ্টি করেন। তাঁর প্রথম ছড়ার বই "সোনার বরণ পক্ষী"। পালকি চলে হুনহুনা, ঝাঁকাভরা একশো ছড়া প্রভৃতি তাঁর জনপ্রিয় ছড়ার বই। সিতাংশু কর (আলাপ) ০২:৪৭, ১৬ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

এ পাতায় লেখকের নাম যোগ করার উপায় কী?[সম্পাদনা]

? Nobin Sadik (আলাপ) ১১:২০, ৫ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]