বিশ্ব ডাক ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিশ্ব ডাক ইউনিয়ন
সংস্থার ধরন জাতিসংঘের বিশেষায়িত সংস্থা
সংক্ষিপ্ত নামইউপিইউ
প্রধানমাসিকো মেটোকি (বর্তমান)
মর্যাদাসক্রিয়
প্রতিষ্ঠাকাল১৮৭৪
প্রধান কার্যালয়বার্ন, সুইজারল্যান্ড
ওয়েবসাইটupu.int

বিশ্ব ডাক ইউনিয়ন (ইংরেজি: Universal Postal Union; সংক্ষেপে: ইউপিইউ) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বিশ্বব্যাপী ডাক ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করে। সংস্থাটি ১৮৭৪ সালে গঠিত হয়। সংস্থাটির সদরদপ্তর সুইজারল্যান্ডের বার্ন শহরে অবস্থিত। সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ১৯২টি।[১] বর্তমান মহাসচিব মাসিকো মেটোকি।[২]

ইতিহাস[সম্পাদনা]

১৮৭৪ সালের ৯ অক্টোবর বার্ন চুক্তির মাধ্যমে গঠিত সাধারণ পোস্টাল ইউনিয়ন ১৮৭৮ সালে বিশ্ব ডাক ইউনিয়ন নামধারণ করে।[৩] বাংলাদেশ ১৯৭৩ সালের ৭ ফেব্রুয়ারি বিশ্ব ডাক ইউনিয়নের এর সদস্যপদ লাভ করে।[৪]

সদস্যপদ[সম্পাদনা]

  •   ইউপিইউ এর সদস্য রাষ্ট্র
  •   নির্ভরশীল সদস্য রাষ্ট্র
  •   অন্য রাষ্ট্রের মাধ্যমে প্রতিনিধিত্ব করা রাষ্ট্র
  •   বিশেষ পর্যবেক্ষক

জাতিসংঘের সকল সদস্য ইউপিইউ এর সদস্য হতে পারে। জাতিসংঘের সদস্যের বাহিরের যেকোন রাষ্ট্রও ইউপিইউ এর সদস্য হতে পারে, যদি তাদের আবেদনে ইউপিইউ এর দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্র সম্মতি দেয়। ইউপিইউ এর বর্তমান সদস্য রাষ্ট্র ১৯২টি (১৯০টি রাষ্ট্র এবং ২টি যুগ্ম টেরিটোরিয়াল গ্রুপ)

অ্যান্ডোরা, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া ও পালাউ ব্যতীত জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এবং ভ্যাটিকান সিটি ইউপিইউ এর অন্তর্ভুক্ত। এই চারটি দেশ ইউপিইউ এর অন্য সদস্য রাষ্ট্রের মাধ্যমে তাদের ডাক কার্য পরিচালনা করে।[৫]

বিশ্ব ডাক দিবস[সম্পাদনা]

বিশ্ব ডাক ইউনিয়নের প্রতিষ্ঠার তারিখ ৯ অক্টোবর প্রতিবছর বিশ্ব ডাক দিবস হিসেবে পালিত হয়। ১৯৬৯ সালে টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব ডাক কংগ্রেসে সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস দিবস হিসেবে ঘোষণা করে। [৬]

আরোও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About UPU"। www.upu.int। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৩ 
  2. "Director General"। www.upu.int। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৩ 
  3. "History of UPU"www.upu.int। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯ 
  4. "Bangladesh Membership"www.upu.int। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯ 
  5. Gough, JP (৬ অক্টোবর ২০০৫)। "The Evolution of the Postal Service in the Era of the UPU"। Web Mavin। ১৮ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১০ 
  6. "World Post Day"www.upu.int। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]