উইকিপিডিয়া আলোচনা:ভাষা ও ভাষাবিজ্ঞান পরিভাষা
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ৬ বছর পূর্বে ""Lexeme" অর্থ" অনুচ্ছেদে
এই পাতাটি ভাষা ও ভাষাবিজ্ঞান পরিভাষা পাতার উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
|
"Lexeme" অর্থ
[সম্পাদনা]@Tanay barisha এবং Zaheen: এখানে "Lexeme"-এর বাংলা ঠিক আছে? একশব্দে তা কি হবে? উদা: https://www.wikidata.org/wiki/Lexeme:L1472 --আফতাব (আলাপ) ১৮:৫৪, ২২ জুন ২০১৮ (ইউটিসি)
- সম্ভবত শব্দিম হবে। কোথাও পড়েছি শব্দটা, কিন্তু মনে করতে পারছি না কোন বইয়ে। অভিধানে যে মূল শব্দগুলো দেওয়া থাকে তা সবই শব্দিম। তাই এখানে যা দেওয়া আছে তাও ঠিক। তনয় (আলাপ) ০৪:৪৭, ২৩ জুন ২০১৮ (ইউটিসি)
- @Tanay barisha এবং Aftabuzzaman:হ্যাঁ, তনয় ঠিকই বলেছেন। অভিধানে ব্যবহৃত মূলশব্দ (Headword) গুলিরই আরেকটি পারিভাষিক নাম Lexeme। আমি শব্দিম কোথাও দেখিনি। থাকলেও সেটা বহুল প্রচলিত নয়। বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণে "আভিধানিক শব্দ"-ই দেওয়া আছে। তাই ওটাই আপাতত যথার্থ অনুবাদ হবে। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:৩১, ২৪ জুন ২০১৮ (ইউটিসি)
- সম্ভবত শব্দিম হবে। কোথাও পড়েছি শব্দটা, কিন্তু মনে করতে পারছি না কোন বইয়ে। অভিধানে যে মূল শব্দগুলো দেওয়া থাকে তা সবই শব্দিম। তাই এখানে যা দেওয়া আছে তাও ঠিক। তনয় (আলাপ) ০৪:৪৭, ২৩ জুন ২০১৮ (ইউটিসি)
আরও কিছু যোগ করি: Lexeme মানে হল একটি Lexical Unit অর্থাৎ "আভিধানিক একক"। এই আভিধানিক এককের একটি নির্দিষ্ট অবিভাজ্য মৌলিক অর্থ থাকে (যে অর্থকে আর ভাঙা যায় না), এটি একটি নির্দিষ্ট শ্রেণীর ব্যাকরণিক পদ (বিশেষ্য, ক্রিয়া, ইত্যাদি) হয় এবং এর থেকে জাত বিভিন্ন রূপ থাকতে পারে (বিভক্তি যুক্ত হয়ে বা অন্য কোন পরিবর্তনের মাধ্যমে)। Wikidataর ক্ষেত্রে "আভিধানিক শব্দ" পছন্দ না হলে "আভিধানিক একক" ব্যবহার করা যেতে পারে। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:৩৮, ২৪ জুন ২০১৮ (ইউটিসি)