সফদার হাশমি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সম্পাদনা সারাংশ নেই
Anup Sadi ব্যবহারকারী সফদর হাশমি পাতাটিকে সফদার হাশমি শিরোনামে স্থানান্তর করেছেন
(কোনও পার্থক্য নেই)

০৮:৪১, ৩ জানুয়ারি ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ

সফদর হাশমি
চিত্র:Safdar hashmi viplove.jpg
জন্ম(১৯৫৪-০৪-১২)১২ এপ্রিল ১৯৫৪
দিল্লি, ভারত
মৃত্যু২ জানুয়ারি ১৯৮৯(1989-01-02) (বয়স ৩৪)
গাজিয়াবাদ, ভারত
পেশালেখক, পথনাটক, কর্মী
সময়কাল১৯৭৩-১৯৮৯

প্রখ্যাত নাট্যশিল্পী সফদার হাশমি (১২ এপ্রিল ১৯৫৪- ২ জানুয়ারি ১৯৮৯) ১৯৮৯ সালের ১ জানুয়ারি তৎকালীন ক্ষমতাসীন কংগ্রেস সরকারের গুণ্ডাবাহিনী ও পুলিশের হাতে খুন হন। এই বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল গাজিয়াবাদের শাহিবাবাদ শিল্পাঞ্চলে "হল্লাবোল" নাটকের একাদশ প্রদর্শনী চলাকালে। গুরুতর জখম নিয়ে তিনি ২ জানুয়ারি মৃত্যুবরণ করেন। একজন শ্রমিকও ঘটনাস্থলে মারা যান। ১৯৭৫ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম. এ. পাশ করেন হাশমি। তিনি সিপিআই (এম)-এর রাজনীতির সাথে জড়িত ছিলেন। সিপিআই (এম)-এর ট্রেড ইউনিয়ন সংগঠন 'সিটু'র পক্ষে তিনি কাজ করতেন।[১]মৃত্যুকালে তিনি ভারতীয় জন নাট্য মঞ্চ বা জনমের আহবায়ক ছিলেন।

তথ্যসুত্র

  1. শাহজাহান সরকার, মাওবাদ বনাম আধুনিক সংশোধনবাদ; উৎস পাবলিশার্স; জানুয়ারি ২০১২, পৃষ্ঠা_ ৯০।

বহিঃসংযোগ