বিরজিস কদর
অবয়ব
নবাব বিরজিস কদর | |
---|---|
ওয়ালি (রাজকীয় উপাধি) আওধের বাদশাহ | |
আওধের ৬ষ্ঠ বাদশাহ | |
রাজত্ব | ১০ মে ১৮৫৭ – ৮ জুলাই ১৮৫৯ |
পূর্বসূরি | ওয়াজেদ আলি শাহ |
উত্তরসূরি | পদ বিলুপ্ত |
জন্ম | কায়সার বাগ, লখনৌ, আওধ | ২০ আগস্ট ১৮৪৫
মৃত্যু | ১৪ আগস্ট ১৮৯৩ কলকাতা, ব্রিটিশ ভারত | (বয়স ৪৭)
রাজবংশ | আওধ |
পিতা | ওয়াজেদ আলি শাহ |
মাতা | বেগম হজরত মহল |
ধর্ম | ইসলাম |
বিরজিস কদর (হিন্দি: बिरजिस क़द्र ২০ আগস্ট ১৮৪৫– ১৪ আগস্ট ১৮৯৩) ছিলেন ওয়াজেদ আলি শাহর পুত্র এবং আওধের শেষ নবাব।[১][২]
সিপাহী বিদ্রোহের সময় বিরজিস কদর ব্রিটিশদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।
ব্রিটিশদের হাত থেকে বাঁচার জন্য বিরজিস কদর কাঠমান্ডুতে আশ্রয় নিয়েছিলেন। দামি রত্নের বিনিময়ে জং বাহাদুর রানা তাকে আশ্রয় দেন। কলকাতা ফেরার পূর্বে ইনি ১৮ বছর কাঠমান্ডুতে ছিলেন। তিনি একজন কবিও ছিলেন। কাঠমান্ডুতে তিনি অনেক তারাহি মাহফিল ই মুশাইরা বা কবিতা আসরের আয়োজন করেছেন। তৎকালীন লেখক খাজা নাইমউদ্দিন বাদাখশি এসব লিপিবদ্ধ করেছিলেন। ১৯৯৫ সালে অধ্যাপক আবদুর রউফ ও আদিল সরওয়ার নেপালি কাঠমান্ডু থেকে তার মজলিস ই মুশাইরা উদ্ধার করেন এবং তা নেপাল মে উর্দু শাইরি নামে প্রকাশিত হয়।
পূর্বসূরী আবুল মনসুর মীর্জা মুহাম্মদ ওয়াজেদ আলি শাহ |
পাদশাহ-ই-আওধ, শাহ-ই-জামান ১৮৫৭ |
উত্তরসূরী বিলুপ্ত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Indian Princely States A-J"। worldstatesmen.org। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৫।
- ↑ "Indian states before 1947 A-J"। rulers.org। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Royal line of Nawabs of Oudh
- National Informatics Centre, Lucknow - Rulers of Awadh
- NAWABS OF OUDH & THEIR SECULARISM - Dr. B. S. Saxena
- HISTORY OF AWADH (Oudh) a princely State of India by Hameed Akhtar Siddiqui
এই ভারতীয় রাজ ব্যক্তিত্বের জীবনী বিষয়ক নিবন্ধটিটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |