বিভূতিভূষণ বন্যপ্রাণ অভয়ারণ্য
বিভূতিভূষণ বন্যপ্রাণ অভয়ারণ্য | |
---|---|
![]() বিভূতিভূষণ অভয়ারণ্য | |
অবস্থান | উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত |
নিকটবর্তী শহর | বনগাঁ |
স্থানাঙ্ক | ২৩°১১′১২″ উত্তর ৮৮°৪৬′০৫″ পূর্ব / ২৩.১৮৬৭৩৭° উত্তর ৮৮.৭৬৮১৯৩° পূর্বস্থানাঙ্ক: ২৩°১১′১২″ উত্তর ৮৮°৪৬′০৫″ পূর্ব / ২৩.১৮৬৭৩৭° উত্তর ৮৮.৭৬৮১৯৩° পূর্ব |
বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য (পূর্বনাম পারমাদান অভয়ারণ্য) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমায় অবস্থিত একটি অভয়ারণ্য। এটি কলকাতা থেকে ১০০ কিমি এবং মূল বনগাঁ শহর থেকে ২৫ কিমি দূরে অবস্থিত।
দিক নির্দেশ[সম্পাদনা]
এই অভয়ারণ্য ভ্রমণ করতে হলে আপনাকে বাসে বা ট্রেনে করে প্রথমে আসতে হবে বনগাঁ শহরে। তারপর বনগাঁ থেকে 96/C রুটের বাস ধরে নামবেন নাটাবেড়িয়া বাজারে। সেখান থেকে টোটো করে সহজেই পৌঁছে যেতে পারবেন পারমাদন ফরেস্টে।
জীববৈচিত্র্য[সম্পাদনা]
এখানে প্রচুর চিত্রা হরিণ দেখা যায়। অভয়ারণ্য তৈরির শুরুতে আলিপুর চিড়িয়াখানা থেকে প্রথমে চারটি চিত্রা হরিণ আনা হয়। ১৯৬৫ সালে সেখানে ৩টি নবজাতকসহ ১৫টি চিত্রা হরিণ ছিল। ১৯৬৬ সালে সেখানে আরো ২৬তি চিত্রা হরিণ ছাড়া হয়। ধীরে ধীরে হরিণেরা বংশবৃদ্ধি করতে থাকে। ১৯৮৬ সালে সেখানে ২০১টি চিত্রা হরিণ ছিল।[১] এর পরে ২০০০ সালের বন্যায় বিপুল সংখ্যক হরিণের মৃত্যু ঘটেছিল। এখানে অনেক সাধারণ পাখি দেখা যায়। অভয়ারণ্যটি বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত।
অন্যান্য আকর্ষণ[সম্পাদনা]
অভয়ারণ্য ছাড়াও এই অঞ্চলে দেখবার মতো আরও দু-একটি স্থান রয়েছে। বিভূতিভূষণ অভয়ারণ্যের পাশ দিয়েই বয়ে গেছে নয়নাভিরাম ইছামতী। ইছামতীর ঐপারে অর্থাৎ ফরেস্টের বিপরীতে অবস্থিত উপজাতি অধ্যুষিত ছোট্ট গ্রাম মঙ্গলগঞ্জ। নদীর ধারে মঙ্গলগঞ্জে বিশেষত শীতকালে ভিড় জমান বিভিন্ন এলাকার আনন্দপ্রিয় মানুষ। নদীর ধারে মঙ্গলগঞ্জের পার্ক একটি অসাধারণ পিকনিক স্পট। তাছাড়া এই মঙ্গলগঞ্জে নিলচাষীদের উপর ব্রিটিশদের অবর্ণনীয় অত্যাচারের চিহ্ন স্বরূপ দন্ডায়মান রয়েছে ভগ্নপ্রায় নীলকুঠি।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ কল্যাণ চক্রবর্তী, বিশ্বজিত রায়চৌধুরী, ভারতের বন ও বন্যপ্রাণী, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, ফেব্রুয়ারি, ১৯৯১, কলকাতা, পৃষ্ঠা-১২৮-১২৯।