বিষয়বস্তুতে চলুন

বিফি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টলেমির জিওগ্রাফিয়ার (আ. ৪৫৩ পূর্বাব্দ) পরে তৈরি একটি মধ্যযুগীয় বই থেকে ডেসিয়ার মানচিত্রে বিফি।
ডেসীয় উপজাতি।

বিফি ছিলো একটি দাশীয় জনগোষ্ঠী যারা বর্তমান রোমানিয়া, মলদোভা ও তাদের আসপাসের এলাকাগুলিতে বসবাস করতো। দাশীয়রা একটি ভ্রত-ইউরোপীয় জনগোষ্ঠী ছিলো এবং তাদেরকে মাঝে-মাঝেই থ্রাশীয়দের একটি উপজাতি হিসেবে ধরা হয়।

ঐতিহাসিক বিবেচনা

[সম্পাদনা]

নানা ঐতিহাসিক মানচিত্র ও গ্রন্থে বিফির উল্ল্যেখ আছে যেমন টলেমির জিওগ্রাফিয়া (আ. ৪৫৩ পূর্বাব্দ)। দাশীয়রা (বিফিদেরসহ) রোমান সাম্রাজ্যের সাথে তাদের যোগাযোগের জন্য সুপরিচিত ছিলো। বিশেষ করে রোমান সম্রাট ত্রাজানের নেতৃত্ব দেওয়া দাশীয় রণগুলির সম​য়।

সমাজ ও সংস্কৃতি

[সম্পাদনা]

দাশীয়রা (বিফিরাসহ) দাশীয় ভাষায় কথা বলতো, যা থ্রাশীয় ভাষার সাথে সম্পর্কিত বলে ধারণা করা হ​য়। তারা পার্শ্ববর্তী সিথীয়কেল্টদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হ​য়। দূর্গ গ​ড়া, ধাতবকর্ম ও নানা ধর্মীয় আচারের জন্য তারা বিখ্যাত ছিলো। তাদের প্রধান দেবের একজন হচ্ছেন দেব যালমোক্সিস্।

এছাড়াও দেখুন

[সম্পাদনা]
  • থ্রেস এবং ডেসিয়ার প্রাচীন শহরগুলির তালিকা

তথ্যসূত্র

[সম্পাদনা]