বিচ্ছু বাহিনী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিচ্ছু বাহিনী
পরিচালকমাসুম পারভেজ রুবেল
প্রযোজকমাসুম পারভেজ রুবেল
রচয়িতাআবদুল্লাহ জহির বাবু (সংলাপ)
চিত্রনাট্যকারমাসুম পারভেজ রুবেল
কাহিনিকারআবদুল্লাহ জহির বাবু
শ্রেষ্ঠাংশে
সুরকারশওকত আলী ইমন
চিত্রগ্রাহকহাসান আহমেদ
সম্পাদকজিন্নাত হোসেন
প্রযোজনা
কোম্পানি
আর. এন. ফিল্মস
মুক্তি
  • ২৬ অক্টোবর ২০০১ (2001-10-26)[১]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

বিচ্ছু বাহিনী মাসুম পারভেজ রুবেল প্রযোজিত ও পরিচালিত ২০০১ সালের বাংলাদেশী মারপিটধর্মী চলচ্চিত্র। আবদুল্লাহ জহির বাবুর লেখা কাহিনী থেকে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন রুবেল। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন রুবেল, সিনা, শিবানী ও হুমায়ূন ফরীদি। চলচ্চিত্রটিতে একজন কুংফু শিক্ষকের তার শিষ্যদের নিয়ে তার পিতৃহত্যা প্রতিশোধ নেওয়া এবং সমাজে ঘটে যাওয়া অন্যায় প্রতিহত করার চিত্র প্রতিফলিত হয়।

চলচ্চিত্রটি ২০০১ সালের ২৬শে আগস্ট মুক্তি পায়। এটি সে বছরের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসাসফল চলচ্চিত্র।[২] শোভন, শিপু, শান্তনু, টুইঙ্কেল, রিনি ও রাজিব এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে পুরস্কার অর্জন করেন।[৩]

অভিনয়শিল্পীদল[সম্পাদনা]

  • মাসুম পারভেজ রুবেল - ভাষণ চৌধুরী
  • টুইংকেল - কান্তা
  • শোভন - শোভন
  • শিপু - শিপু
  • শান্তনু - শান্তনু
  • নিপু - নিপু
  • রাজিব - রাজিব
  • বাপ্পী - বাপ্পী
  • শাহেদ - শাহেদ
  • রিনি - রিনি
  • সিনা - মনিকা
  • শিবানী - জুলিয়া
  • খালেদা আক্তার কল্পনা - ভাষণের মা
  • রাশেদা চৌধুরী - ভাষনের খালা
  • সোহেল
  • হুমায়ূন ফরীদি - ফরিদ চৌধুরী
  • ববি
  • এন এম রুমা
  • মন্টু
  • শুক্কুর
  • অনিল
  • ওবায়দুল ইসলাম
  • রকি - রকি (শিশু শিল্পী)
  • জ্যাকি আলমগীর - পচা খান
  • চিতা
  • দুঃখী মিজান
  • দিলদার হাসান
  • পাথর
  • শফি
  • নাসির
  • তনু
  • হাবিব
  • সরোয়ার
  • মিলন
  • সোহেল
  • রফিক
  • রিপন
  • সুশান্ত
  • রতন
  • লিটন
  • হ্যাপি
  • পুতুল
  • রুমি

সঙ্গীত[সম্পাদনা]

চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন

মূল্যায়ন[সম্পাদনা]

বক্স অফিস[সম্পাদনা]

বিচ্ছু বাহিনী ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্রগুলোর মধ্যে সুলতান-এর পর দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসাসফল চলচ্চিত্র।[২]

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র
২৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ শিশু শিল্পী শোভন, শিপু, শান্তনু, টুইঙ্কেল, রিনি ও রাজিব বিজয়ী [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৬৩০। আইএসবিএন 984-70194-0045-9 
  2. বাবু, কামরুজ্জামান। "২০০১ এর চলচ্চিত্র বাজার"। দৈনিক প্রথম আলো 
  3. শাওন, রাশেদ। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২ 
  4. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)এফডিসিবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:মাসুম পারভেজ রুবেল