বালাবাড়ী রেলওয়ে স্টেশন
অবয়ব
বালাবাড়ী রেলওয়ে স্টেশন | |
|---|---|
| বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
| অবস্থান | কুড়িগ্রাম জেলা রংপুর বিভাগ |
| মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
| পরিচালিত | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
| লাইন | তিস্তা জংশন-কুড়িগ্রাম-চিলমারী লাইন |
| প্ল্যাটফর্ম | ১টি |
| ট্রেন পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
| নির্মাণ | |
| গঠনের ধরন | মানক |
| পার্কিং | আছে |
| সাইকেলের সুবিধা | আছে |
| প্রতিবন্ধী প্রবেশাধিকার | নাই |
| অন্য তথ্য | |
| অবস্থা | সক্রিয় |
| ইতিহাস | |
| চালু | ১৯৬৭ |
| পরিষেবা | |
|
আছে
| |
| অবস্থান | |
![]() | |
বালাবাড়ী রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার একটি রেলওয়ে স্টেশন।[১]
অবস্থান
[সম্পাদনা]বালাবাড়ী রেলওয়ে স্টেশন তিস্তা জংশন-কুড়িগ্রাম-চিলমারী লাইনের কুড়িগ্রাম - রমনা অংশে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]১৯৬৭ সালে তৈরি কুড়িগ্রাম-চিলমারী লাইন তৈরি করার সময় বালাবাড়ী রেলওয়ে স্টেশন করা হয়।
পরিষেবা
[সম্পাদনা]রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেন গুলোর তালিকা নিম্নে দেওয়া হলো:
- রমনা লোকাল (রমনা বাজার -পার্বতীপুর- রমনা বাজার)
- মিশ্র ট্রেন (রমনা বাজার -পার্বতীপুর- রমনা বাজার)[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সকালের ট্রেন আসে রাত ১২টায়"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০।
- ↑ "তিস্তা থেকে রমনা ৫৪ কিলোমিটার রেললাইন ঝুঁকিপূর্ণ"। www.m.mzamin.com। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০।
