বারখাইন জামেয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসা
المدرسة الجامعة الجمهورية للفاضل | |
![]() মাদ্রাসার লোগো | |
নীতিবাক্য | ربّ زدنى علمًا আল্লাহ আমাকে জ্ঞান দাও |
---|---|
ধরন | ফাজিল মাদ্রাসা |
স্থাপিত | ১৯৭৪ |
মূল প্রতিষ্ঠান | আলিয়া মাদ্রাসা |
অধিভুক্তি | ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় |
ধর্মীয় অধিভুক্তি | সুন্নি |
সভাপতি | আবু তাহের মাহমুদ |
অধ্যক্ষ | আব্দুল খালেক শওকী |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২১ জন (২০২০) |
শিক্ষার্থী | ৯৪৮ জন (২০২০) |
অবস্থান | |
শিক্ষাঙ্গন | জমহুরিয়া প্রাঙ্গণ |
সংক্ষিপ্ত নাম | জমহুরিয়া মাদ্রাসা |
বারখাইন জামেয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসা বাংলাদেশের আনোয়ারার একটি আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত বারখাইন ইউনিয়নে অবস্থিত। বারখাইন গ্রামে অবস্থিত বলেই মাদ্রাসাটি বারখাইন মাদ্রাসা নামে পরিচিতি লাভ করেছে। মাদ্রাসাটি ইসলামি শিক্ষার প্রসারের জন্য ১৯৭৪ সালে যাত্রা শুরু করে।[১]
ইতিহাস[সম্পাদনা]
স্থানীয়দের সার্বিক সহযোগিতায় উক্ত মাদ্রাসাটি ১৯৭৪ সালে স্থাপিত হয়ে, ১৯৭৫ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক দাখিল পর্যায়ে স্বীকৃতি লাভ করে। বর্তমান অধ্যক্ষের উদ্যোগে মাদ্রাসা পরিচালনা সংঘ ও স্থানীয়দের সহায়তায় ১৯৯৬ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড কর্তৃক আলিম পর্যায়ে স্বীকৃতি লাভ করে।
২০০৬ সালের ইসলামী বিশ্ববিদ্যালয় সংশোধনী আইন, ২০০৬ মোতাবেক আলিয়া মাদ্রাসার ফাজিল (স্নাতক ডিগ্রি) ৩ বছর এবং কামিল (স্নাতকোত্তর) ২ বছর মোট ৫ বছরের কোর্স চালু হয় এবং বাংলাদেশের ১,০৮৬টি ফাজিল মাদ্রাসার সঙ্গে এই মাদ্রাসাও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধিভুক্ত লাভ করে।[২] এরপরে ২০১৬ সালে মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিকরন করার জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় এবং আলিয়া মাদ্রাসাসমূহ সেখানে স্থানান্তরিত করা হয়।[৩]
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
এ প্রতিষ্ঠান শিক্ষা-মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯৮০ সালে মাদ্রাসাটি দাখিল স্তরে এমপিওভুক্ত হয়। পরবর্তীতে ২০০১ সালে আলিম এমপিওভুক্ত হয়।
বর্ণনা[সম্পাদনা]
এ প্রতিষ্ঠানে একটা খোলা প্রাঙ্গণ, একটি মসজিদ, একটি পুকুর, একটি আইটি কক্ষ, একটি গ্রন্থাগার ও ছাত্রদের জন্য একটি ছাত্রাবাস রয়েছে।
শিক্ষক-শিক্ষার্থী[সম্পাদনা]
এ প্রতিষ্ঠানটিতে ২১ জন শিক্ষক-শিক্ষিকা ও ৩ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ৯৪৮ জন (২০২০)। এ প্রতিষ্ঠান থেকে সারা বছর জেডিসি, দাখিল, আলিম ও ফাজিল পাশ করে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বারখাইন জামেয়া জমহুরিয়া ফাযিল মাদরাসা, গ্রামঃ পশ্চিম বারখাইন, ডাকঘরঃ ঝিওরী, থানা/উপজেলাঃ আনোয়ারা, জেলাঃ চট্টগ্রাম, Chittagong (2020)"। www.findglocal.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৩।
- ↑ "আলিয়া মাদরাসার উৎপত্তি ও ক্রমবিকাশ"। lekhapora24.net। ২০২১-০৮-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৭।
- ↑ "মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রত্যাশা"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১০।