বারখা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বারখা
বারখা পোস্টার
পরিচালকসাদাব মির্জা
প্রযোজকসাবানা হাশমি
রচয়িতাসাদাব মির্জা
শ্রেষ্ঠাংশে
সুরকারআমজাদ
পরিবেশকজাহারা প্রোডাকশনস্
মুক্তি২৭ মার্চ ২০১৫
দেশভারত
ভাষাহিন্দি
আয়১.৩৩ কোটি (রুপি)[১]

বারখা একটি বলিউড রোমান্টিক চলচ্চিত্র যেটি পরিচালনা করেছেন সাদাব মির্জা।চলচ্চিত্রটির দৃশ্যায়ন করা হয়েছে হিমাচল প্রদেশ,ভারতে।এটি ২০১৫ সালের ২৭মার্চ মুক্তি পায়।

চরিত্র সমূহ[সম্পাদনা]

দৃশ্যায়ন[সম্পাদনা]

হিমাচল প্রদেশ থেকে ২০১৪ সালে বারখা সিনেমার দৃশ্যায়ন শুরু হয়।সিনেমার অন্যান্য দৃশ্য মুম্বাইয়ে করা হয়।

সমালোচনা[সম্পাদনা]

বারখা বাণিজ্যিক ভাবে ব্যার্থ হয় এবং নানা সমালোচকগণ ২০১৫ সালের জন্য অনুপযুক্ত চলচ্চিত্র হিসেবে মন্তব্য করেন,তারা মনে করেন এই কাহিনী মূলত '৯০ এর জন্য উপযোগি।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Barkhaa-BoxOffice
  2. Barkhaa on imdb