বাবু দিবাকরণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাবু দিবাকরণ প্রাক্তন এমএলএ

বাবু দিবাকরণ একজন ভারতীয় রাজনীতিবিদ এবং কেরালা রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বিপ্লবী সমাজতান্ত্রিক পার্টির সদস্য হিসাবে তিনি রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। আরএসপি বিভক্ত হয়ে গেলে তিনি বেবি জন, শিবু বেবি জন এবং এ ভি থমরক্ষনের সাথে বিপ্লবী সমাজতান্ত্রিক পার্টিতে (বলশেভিক)-এ যোগদান করেছিলেন। ২০০৫ সালে আরএসপি (বি) বিভক্ত হয়ে গেলে তিনি বিপ্লবী সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) গঠন করেছিলেন। [১] তিনি আরএসপি-র একজন প্রবীণ নেতা এবং কেরালা রাজ্যের প্রাক্তন মন্ত্রী টি কে দিবাকরণের পুত্র।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "RSP-B in Kerala splits"। ২০১২-১১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৯