বাবর নাঈম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাবর নাঈম
ব্যক্তিগত তথ্য
জন্ম (1983-01-01) ১ জানুয়ারি ১৯৮৩ (বয়স ৪১)
রাওয়ালপিন্ডি, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনবা-হাতি
বোলিংয়ের ধরনস্লো বা-হাতি অর্থোডক্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি লিস্ট এ
ম্যাচ সংখ্যা ১৬২ ১০৫
রানের সংখ্যা ৮১২০ ৩১৮৫
ব্যাটিং গড় ২৯.২০ ৩০.০৪
১০০/৫০ ১২/৪১ ১/২৪
সর্বোচ্চ রান ২২৭ ১১২
বল করেছে ৯৩১১ ৪১৩১
উইকেট ১৪৪ ৮৪
বোলিং গড় ৩২.২৫ ৪১.৫০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a
সেরা বোলিং ৫/৫৭ ৪/৩১
ক্যাচ/স্ট্যাম্পিং ১১৪/- ৩২/-
উৎস: Cricinfo, ১০ মে ২০১৪

বাবর নাঈম (জন্ম ১ জানুয়ারি ১৯৮৩) একজন সাবেক পাকিস্তানি ক্রিকেটার। ১৯৯৯-২০০০ মৌসুম হতে ২০১৫-১৬ মৌসুম পর্যন্ত রাওয়ালপিন্ডির পক্ষে হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলেছেন।

প্রথ ইনিংসে ৬২ রান করার পরে, ২০০১-০২ মৌসুমে লাহোর ব্লুজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২২৭ রান করেছিলেন যা তার প্রথম-শ্রেণীর ক্রিকেট সর্বোচ্চ ইনিংস ছিলো। [১] ২০০৬-০৭ মৌসুমে অ্যাটক গ্রুপের অধিনায়ক ছিলেন এবং ২০১০-১১ মৌসুম থেকে ২০১৫-১৬ মৌসুম পর্যন্ত রাওয়ালপিন্ডির অধিনায়কত্ব করেন। ২০১৩-১৪ মৌসুমে কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে রাওয়ালপিন্ডিকে জয় এনে দিয়েছিলেন। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]