বাবতপুর রেলওয়ে স্টেশন
বাবতপুর | |
---|---|
ভারতীয় রেল স্টেশন | |
অবস্থান | বাবতপুর, উত্তর প্রদেশ ভারত |
উচ্চতা | ৮৫ মিটার (২৭৯ ফুট) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | উত্তর পূর্ব রেল |
লাইন | বারাণসী–সুলতানপুর–লখনউ রেলপথ |
প্ল্যাটফর্ম | ২ |
রেলপথ | ২ |
নির্মাণ | |
গঠনের ধরন | ভূমিগত আদর্শ স্টেশন |
অন্য তথ্য | |
স্টেশন কোড | বিটিপি |
অঞ্চল | উত্তর পূর্ব রেল |
বিভাগ | লখনউ চারবাগ |
অবস্থান | |
![]() |
বাবতপুর রেলওয়ে স্টেশন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। স্টেশনের কোড বা সংকেতিক নাম হল বিটিপি।[১]
অবস্থান
[সম্পাদনা]স্টেশন উত্তর প্রদেশের বাবতপুরে অবস্থিত। এই স্টেশন থেকে পরবর্তী স্টেশন হল - পিন্ডরা রোড রেলওয়ে স্টেশন এবং পূর্ববর্তী স্টেশন হল বিরাপট্টি রেলওয়ে স্টেশন।
পরিকাঠাম
[সম্পাদনা]স্টেশনটির পরিকাঠাম ভূমিগত। এই স্টেশনে ২ টি প্ল্যাটফর্ম রয়েছে। স্টেশনে ২ টি রেললাইন বা রেলট্র্যাক রয়েছে।[১] স্টেশন পরিচালনাকারী ভবন ও স্টেশন মাষ্টারে ভবন ১ নং প্ল্যাটফর্মের সঙ্গেই অবস্থিত। যাত্রীদের রেল ভ্রমণের জন্য টিকিট স্টেশনের টিকিট ঘর থেকে প্রদান করা হয়। স্টেশনে যাত্রী সুবিধার জন্য বসার আসন, প্ল্যাটফর্ম ছাউনি ও পানীয় জলের ব্যবস্থা রয়েছে।
স্টেশন ব্যাগ বা যাত্রীদের দ্বারা বহন করা জিনিসপত্রের পরীক্ষায় ব্যবস্থা নেই।
বৈদ্যুতীকরণ
[সম্পাদনা]মুঘলসরাই জংশন–বারাণসী জংশন– সুলতানপুর জংশন–লখনউয়ের চরবাগ রেলপথের বৈদ্যুতীকরণ ২০১৩ সালে সম্পূর্ণ হয়। এই রেলওয়ে স্টেশনের রেলপথে বৈদ্যুতীক ও ডিজেল চালিত উভয় ট্রেন চলাচল করে।
রেল পরিষেবা
[সম্পাদনা]এই স্টেশনটি স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে থাকে। এই স্টেশনের দ্বারা বারাণসী ও লখনউগামী ট্রেন চলাচল করে। ২০২০ সালের অগাস্ট মাস পর্যন্ত দৈনিক ২৯ টি যাত্রীবাহী ট্রেন এই স্টেশনে দাঁড়িয়েছে বা বিরতি নিয়েছে।[১]
প্রশাসন ও নিরাপত্তার ব্যবস্থা
[সম্পাদনা]বাবতপুর রেলওয়ে স্টেশনটি ভারতীয় রেলের উত্তর রেল অঞ্চলের লখনউ চারবাগ রেলওয়ে বিভাগের অন্তর্গত। স্টেশন পরিচালনার সমস্ত দায়িত্ব স্টেশনের প্রধান "স্টেশন মাষ্টার"- এর উপর ন্যস্ত। এছাড়া স্টেশনের নিরাপত্তার জন্য অস্থায়ী ভাবে ভ্রাম্যমাণ জিআরপি কর্মী নিযুক্ত রয়েছে এবং স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকার নিরাপত্তা স্থানীয় পুলিশ প্রশাসন প্রদান করে থাকে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "বিটিপি/বাবতপুর"। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২১।