বাদামিচাঁদি কাঠকুড়ালি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বাদামী মাথা কাঠঠোকরা থেকে পুনর্নির্দেশিত)

বাদামিচাঁদি কাঠকুড়ালি
Dendrocopos nanus
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Piciformes
পরিবার: Picidae
গণ: Dendrocopos
প্রজাতি: D. nanus
দ্বিপদী নাম
Dendrocopos nanus
(Vigors, 1832)

বাদামিচাঁদি কাঠকুড়ালি বা Dendrocopos nanus হল এক প্রজাতির ছোট আকৃতির কাঠঠোকরানেপাল, ভারত, শ্রীলঙ্কা এদের মূল আবাস। টম্পসন পাখিটি বাংলাদেশের সুন্দরবনসিলেটে দেখা গেছে বলে উল্লেখ করেছেন।[২] বাংলাদেশ থেকে সংগৃহীত কোন নমুনা এখন পর্যন্ত পাওয়া যায় নি। তবে অনিয়মিত পাখি হিসেবে এদেশে প্রজাতিটিকে দেখা যেতেও পারে।

বর্ণনা[সম্পাদনা]

এরা খুব ছোটো আকারের কাঠঠোকরা যারা বাদামী এবং সাদা রঙের মিশ্রণে হয়। এবং এদের গায়ের রঙ হল গোলাপী-প্রান্তবেষ্টনীহীন সাদা রামধনু। এদের শরীরের ওপরে থাকে গাঢ় বাদামী রঙের হয় এবং নিচের দিকের রঙ হয় ধূসর রঙের। এদের ল্যাজ হয় ছিট-ছিটে সাদা রঙের। হাল্কা বাদামী মাথার রঙ হয় এবং ছেলেদের ক্ষেত্রে এর রঙ আরোও গাঢ় লাল হয়। এদের ভ্রূ এবং গাল হয় সাদা রঙের।

গ্যালারি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. BirdLife International (২০১২)। "Dendrocopos nanus"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 
  2. Thompson et al, 'Recent notable records from Bangladesh', Forktail 9: 13-44, 1993.