বাওয়ালি আনলিমিটেড
অবয়ব
বাওয়ালি আনলিমিটেড | |
---|---|
পরিচালক | সুজিত মন্ডল |
প্রযোজক | পঙ্কজ আগরওয়াল |
রচয়িতা | মলয় বন্দ্যোপাধ্যায় |
চিত্রনাট্যকার | মলয় বন্দ্যোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | জয় মুখোপাধ্যায় সৌরভ নন্দী পায়েল সরকার সব্যসাচী চক্রবর্তী রজতাভ দত্ত |
সুরকার | স্যাভি এবং দেব সেন |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
বাওয়ালি আনলিমিটেড ২০১২ সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন সুজিত মন্ডল[১] এবং প্রযোজনা করেছেন পঙ্কজ আগরওয়াল।[২][৩]
কুশীলব
[সম্পাদনা]- সন্তু / সোনিয়া চরিত্রে জয় মুখোপাধ্যায়
- মুনমুন চরিত্রে পায়েল সরকার
- পাপ্পু চরিত্রে সৌরভ নন্দী
- দমন চরিত্রে সব্যসাচী চক্রবর্তী
- মোহন চরিত্রে রজতাভ দত্ত
- সায়ক চক্রবর্তী
- কাঞ্চন মল্লিক
- ইন্সপেক্টর জয় ব্যানার্জি চরিত্রে দেব (বিশেষ উপস্থিতি)
- হাগন চরিত্রে পার্থসারথী
- ফকির চরিত্রে কাঞ্চন মল্লিক
সাউন্ডট্র্যাক
[সম্পাদনা]সাউন্ডট্র্যাকটিতে স্যাভি এবং দেব সেন রচিত ৬টি গান রয়েছে।
নং. | শিরোনাম | সুরকার | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "বাওয়ালি আনলিমিটেড" | দেব সেন | দেব সেন, প্রসেনজিৎ মল্লিক | |
২. | "আমি সুপারস্টার" | স্যাভি | সুরজ জগন | |
৩. | "মন উড়ে চলে" | দেব সেন | শান, কুণাল গাঞ্জাওয়ালা এবং জুন বন্দ্যোপাধ্যায় | |
৪. | "স্ট্রবেরি" | স্যাভি | শান এবং রানা মজুমদার | |
৫. | "ভুল করেছি" | স্যাভি | রূপঙ্কর, রাঘব চট্টোপাধ্যায় | |
৬. | "লাইফ ইজ সত্যি ফান" | স্যাভি | তান্যা চুয |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Sujit Mondol is shooting for Bawali Unlimited with Joy today"। The Times of India। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১২।
- ↑ "Bawali Unlimited"। Gomolo। ৩০ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১২।
- ↑ "Bawali Unlimited -Bengali Movie"। ৯ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১২।