বসোদা রাজ্য
বসোদা রাজ্য बसोदा रियासत | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য | |||||||
১৭৫৩–১৯৪৭ | |||||||
ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত বসোদা রাজ্যের মানচিত্র | |||||||
রাজধানী | হায়দারগড় বসোদা | ||||||
আয়তন | |||||||
• ১৯০১ | ১০৪ বর্গকিলোমিটার (৪০ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৯০১ | ৪,৮৯৭ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১৭৫৩ | ||||||
১৯৪৭ | |||||||
| |||||||
বর্তমানে যার অংশ | বিদিশা জেলা, মধ্যপ্রদেশ, ভারত |
বসোদা রাজ্য [১] ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি পূর্বতন দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির ভোপাল এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[২] রাজ্যটির রাজধানী বসোদা শহরটি বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যে বিদিশা জেলায় অবস্থিত। সমগ্র রাজ্যটি মালব মালভূমি অঞ্চলে অবস্থিত ছিলো৷ রাজ্যটির ক্ষেত্রফল ছিলো ১০৪ বর্গ কিলোমিটার এবং ১৯০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে জনসংখ্যা ছিলো ৪,৮৯৭ জন৷[৩]
গোয়ালিয়র রাজ্যের বাসোদা জায়গীর থেকে পৃথক করার জন্য রাজ্যটি নবাব বসোদা বা হায়দারগড় বসোদা নামেও পরিচিত ছিলো৷ [৪]
ইতিহাস
[সম্পাদনা]কুর্বাই রাজ্যের নবাব মহম্মদ দিলের খানের পুত্র মহম্মদ আহসানুল্লা খান ১৭৫৩ খ্রিস্টাব্দে এই রাজ্যটি প্রতিষ্ঠা করেন৷[৩][৪] এই রাজ্যের শাসকরা ছিলেন পার্শ্ববর্তী কুর্বাই ও মহম্মদগড় রাজ্যের শাসকদের মতোই মধ্যপ্রদেশের পাঠান জাতির প্রতিনিধি৷ ১৮১৭ থেকে ১৮২২ খ্রিস্টাব্দের মধ্যে গোয়ালিয়রের মহারাজা এই রাজ্যটিকে দখল করেন৷ ১৮২২ খ্রিস্টাব্দ থেকে ভারতের স্বাধীনতা অবধি বাসোদা একটি ব্রিটিশ করদ রাজ্যে পরিণত হয়৷ ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর এই বাসোদা রাজ্য ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়। স্বাধীন ভারতে প্রাথমিকভাবে ১৯৪৮ খ্রিস্টাব্দে এটিকে মধ্যভারত ও পরে ১৯৫৬ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর তারিখে নবগঠিত মধ্যপ্রদেশ রাজ্যে অংশীভূত করা হয়।[৫]
শাসকবর্গ
[সম্পাদনা]বাসোদা দেশীয় রাজ্যের শাসকগণ নবাব উপাধিতে ভূষিত হতেন৷[৬]
নবাব
[সম্পাদনা]- ১৭৫৩ – ১৭৮৬ নবাব আহসানুল্লা খাান
- ১৭৮৬ – ১৮০০ নবাব বাকাউল্লা খান
- ১৮০০ – ১৮১৭ নবাব আসাদ আলি খান (প্রথম বার)
- ১৮১৭ – ১৮২২ – পদশূণ্য – গোয়ালিয়র রাজ্যের অংশীভূত
- ১৮২২ – ১৮৬৪ নবাব আসাদ আলি খান (দ্বিতীয় বার)
- ৬ ফেব্রুয়ারি ১৮৬৪ – ১৮৯৬ নবাব ওমর আলি খান
- ১২ জুন ১৮৯৬ – ২ জুলাই ১৯২৯ নবাব হায়দার আলি খান ওরফে প্রথম আলিখাঁ ফিরোজ জঙ্গ
- ১৯২৯ – ১৫ আগস্ট ১৯৪৭ নবাব মহম্মদ আয়ুব আলি খান ফিরোজ জঙ্গ
নামমাত্র রাজা
[সম্পাদনা]- নবাব মাসুদ আলি খান
- নবাব কিশোয়ার আলি খান
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Imperial Gazetteer of India। 19। Clarendon Press। ১৯০৮। পৃষ্ঠা 241।
- ↑ David P. Henige (২০০৪)। Princely states of India: a guide to chronology and rulers। Orchid Press। পৃষ্ঠা 22। আইএসবিএন 978-974-524-049-0।
- ↑ ক খ "Basoda (Princely State)"। ৩ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৪।
- ↑ ক খ Imperial Gazetteer of India, v. 7, p. 105.
- ↑ Imperial Gazetteer of India, Central India, vol. 12। ১৯০৮। পৃষ্ঠা 282–283।
- ↑ Princely States of India