বসন্ত পরীখ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডাঃ বসন্ত পরীখ (১৯২৯ – ২০০৭) গুজরাতের মেহসানা জেলার ভাদনগরে জন্মগ্রহণকারী একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন। তিনি পেশায় চক্ষু সার্জন ছিলেন। তিনি একজন লেখক এবং সমাজকর্মীও ছিলেন। [১] তিনি ১৯৬৭-১৯৭২ সালে গুজরাটের আইনসভায় বিধায়ক ছিলেন এবং খেরালু বিধানসভা কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে জিতেছিলেন। [২] তাকে নরেন্দ্র মোদীর অন্যতম রাজনৈতিক গুরু হিসাবে বিবেচনা করা হয় এবং 'এক ভোট, একটি নোট' শব্দটি তৈরির কৃতিত্ব তাঁকে দেয়া হয়। [৩] তিনি ১৯৮৪ সালে তাঁর প্রয়াত স্ত্রী রত্নপ্রভা মণিয়ার সাথে করুণা সেতু ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Summary of Dr. Vasant Parikh's life" 
  2. "Statistical Report on General election, 1967 to the Legislative Assembly of Gujarat - Election Commission of India" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৪ 
  3. "Modi's guru first coined 'one vote, one note' slogan"The Times of India। Rajkot। ২১ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৪ 
  4. "Karuna Setu Trust"