বিষয়বস্তুতে চলুন

বনোয়ারী লাল ভার্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
B L Verma
B. L. Verma in 2021
Minister of State for Development of North Eastern Region
কাজের মেয়াদ
৭ জুলাই ২০২১ (2021-07-07) – ৯ জুন ২০২৪
প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি
মন্ত্রীজি কিষাণ রেড্ডি
উত্তরসূরীসুকান্ত মজুমদার
Minister of State for Co-operation, Government of India
কাজের মেয়াদ
৭ জুলাই ২০২১ (2021-07-07) – ৯ জুন ২০২৪
প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি
মন্ত্রীঅমিত শাহ
পূর্বসূরীOffice established
সংসদ সদস্য, রাজ্যসভা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৫ নভেম্বর ২০২০ (2020-11-25)
পূর্বসূরীবীর সিং
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
বাসস্থানবাদাউন জেলা,উত্তর প্রদেশ

বনোয়ারী লাল ভার্মা বিএল ভার্মা নামে অধিক পরিচিত একজন ভারতীয় রাজনীতিবিদ এবং উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রকের বর্তমান প্রতিমন্ত্রী এবং ভারত সরকারের সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রী। ভার্মা উত্তরপ্রদেশের বাদাউন জেলার উঝানির বাসিন্দা। তার পিতার নাম পান্না লাল ভার্মা, যিনি ছিলেন একজন কৃষক। ভার্মা ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভারও একজন সংসদ সদস্য[১] তিনি ভারতীয় জনতা পার্টি, উত্তরপ্রদেশের বর্তমান রাজ্য সহ-সভাপতি। [২] [৩] এবং ভারতীয় জনতা পার্টি, ওবিসি মোর্চার জাতীয় সহ-সভাপতি।

ভার্মা ২০১৮ সাল থেকে ইউপি স্টেট কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান।

রাজনৈতিক পেশা[সম্পাদনা]

ভার্মা বাদাউন থেকে দলীয় কর্মী হিসেবে শুরু করেছিলেন। তিনি ২০১৮ সাল থেকে রাজ্য সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি পশ্চিম ইউপির ওবিসি লোধি সম্প্রদায়ের মধ্যে একজন বিশিষ্ট নেতা। ভার্মা ব্রজ অঞ্চলের প্রাক্তন রাষ্ট্রপতি। তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিবেচনা করা হয়। [৪] [৫] [৬]

তিনি ইউপি স্টেট কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (ইউপি সমাজ কল্যাণ নির্মাণ নিগম) চেয়ারম্যানের পদও অধিষ্ঠিত করেন যার মর্যাদা একজন প্রতিমন্ত্রীর মতো। [৭] [৮] [৯]

তথ্যসূত্র[সম্পাদনা]