বিষয়বস্তুতে চলুন

বনু গাতাফান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বনু গাতাফান
بنو غطفان
কায়েসি আরব গোত্র
নিসবাআল-গাতাফানি
অবস্থানআরব
এর বংশগাতাফান ইবন সাঈদ ইবন কায়েস
প্রধান উপজাতিকায়েস
শাখা
ধর্মবহু ঈশ্বরবাদ (৬৩০ খ্রিস্টাব্দ-পূর্বে)
ইসলাম (৬৩০ খ্রিস্টাব্দ-পরবর্তীতে)
৬০০ খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের মানচিত্র, যেখানে বিভিন্ন আরব গোত্র ও তাদের বসতি অঞ্চলের অবস্থান দেখানো হয়েছে। লাখমিদরা (হলুদ) সাসানীয়দের অনুগত একটি আরব রাজতন্ত্র গঠন করেছিল, আর ঘাসানিদরা (লাল) ছিল রোমানদের অনুগত। এই মানচিত্রটি প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ পণ্ডিত হ্যারল্ড ডিক্সন দ্বারা প্রকাশিত হয়, যাতে পশ্চিম এশিয়া অঞ্চলে আরব গোত্রসমূহের অবস্থান চিহ্নিত করা হয়েছে, ১৯১৪

গাতাফান (আরবি: غطفان) ছিল একটি আরব গোত্রীয় সম্মিলন, যারা মূলত মদিনার উত্তর-পূর্বাঞ্চলে বসবাস করত। গাতাফানদের প্রধান শাখাগুলোর মধ্যে ছিল বনু আবস, বনু দুবইয়ান এবং আশজা'। তারা মুহাম্মদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত কিছু আরব গোত্রের অন্যতম ছিল। খন্দকের যুদ্ধে তারা কুরাইশদের সঙ্গে মিত্রতা গড়ে তোলে।[]

উৎপত্তি ও শাখাসমূহ

[সম্পাদনা]

গাতাফানরা ছিল নাজদের ওয়াদি আল-রুম্মাহ অঞ্চলে বসবাসকারী একটি বেদুইন গোত্রীয় গোষ্ঠী। এই অঞ্চলটি হেজাজ পর্বতমালা এবং জাবাল শাম্মারের মধ্যবর্তী স্থানে অবস্থিত।[] আরব বংশানুক্রম অনুযায়ী, এই গোত্রের পূর্বসূরি ছিলেন গাতাফান ইবন সাঈদ ইবন কায়েস আয়লান, ফলে তারা বৃহত্তর কায়েস গোত্রের অংশ হিসেবে বিবেচিত।[] "গাতাফান" শব্দটির উৎপত্তি বা অর্থ জানা যায় না।[]

গাতাফানদের প্রধান শাখাসমূহ হলো:

  • বনু আশজা — তারা গাতাফানদের পশ্চিমাঞ্চলের অঞ্চলগুলোতে বসবাস করত।[]
  • বনু দুবইয়ান — তারা ছিলেন দুবইয়ান ইবন বাগীদ ইবন রাইথ ইবন গাতাফানের বংশধর।[] তারা বনু আশজার পূর্বাঞ্চলে বসবাস করত এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য উপগোত্র ছিল বনু মুররা, বনু ফাজারা এবং থালাবা।[]
  • বনু আবস — তারা ছিলেন আবস ইবন বাগীদ ইবন রাইথ ইবন গাতাফানের বংশধর এবং বনু দুবইয়ানের আরও পূর্বে বসবাস করত।[]
  • আনমার — তারা নাজদের কাসিম অঞ্চলে বসবাস করত।[]

মুহাম্মদের সঙ্গে সংঘর্ষ

[সম্পাদনা]

গাতাফান গোত্রের সঙ্গে মুহাম্মদের বেশ কয়েকটি সামরিক সংঘর্ষ ঘটে। প্রথম সংঘর্ষটি ছিল ধি আমরের আক্রমণ,[] যা সাওয়িক অভিযানের পরপরই ঘটেছিল। এই ঘটনা ঘটে ইসলামি বর্ষপঞ্জিকা অনুযায়ী ৩ হিজরিতে, অর্থাৎ খ্রিস্টীয় ৬২৪ সালের সেপ্টেম্বর মাসে।[][]

এই অভিযানের নির্দেশ দেন মুহাম্মদ, কারণ তিনি সংবাদ পান যে বনু মুহারিব ও বনু তালাবা গোত্র মদিনার উপকণ্ঠে হামলার পরিকল্পনা করছে। তাই তিনি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ৪৫০ জন সেনাসহ অভিযান পরিচালনা করেন।[]

আরেকটি সংঘর্ষ ছিল ধাত আল-রিকা অভিযানে, যেখানে মুহাম্মদ অভিযান পরিচালনার নির্দেশ দেন। কারণ তিনি জানতে পারেন যে ওই গোত্রটি ধাত আল-রিকায় সমবেত হয়েছে সন্দেহজনক উদ্দেশ্যে।[]

এরপর ঘটে দুমাতুল জন্দাল অভিযান। মুহাম্মদ এই অভিযান পরিচালনার নির্দেশ দেন, কারণ তিনি খবর পান যে কিছু গোত্র সেখানে ডাকাতির সঙ্গে জড়িত এবং মদিনায় হামলার প্রস্তুতি নিচ্ছে।[] এই অভিযানটি ঘটে খ্রিস্টীয় ৬২৬ সালের জুলাই মাসে।[১০]

পরবর্তী সংঘর্ষ ছিল আবু কাতাদা ইবন রাবি আল-আনসারি (খাদিরাহ) অভিযান। এটি হয় খ্রিস্টীয় ৬২৯ সালের নভেম্বর[১১] বা ডিসেম্বর মাসে।[১২] এই অভিযানের লক্ষ্য ছিল গাতাফান গোত্র, কারণ মুহাম্মদ শুনেছিলেন তারা সৈন্য সমাবেশ করছে এবং তখনো ইসলামের আওতাভুক্ত হয়নি।[১৩]

তালিকা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. তাফসিরে কুরআনের তাৎপর্য [১]মওদুদী কর্তৃক রচিত, এমএসএ ওয়েস্ট মুসলিম টেক্সট সমাহারে প্রকাশিত
  2. Fück, পৃষ্ঠা ১০২৩।
  3. Fück, পৃষ্ঠা ১০২৪।
  4. Strauch, Sameh (২০০৬), Biography of the Prophet, Darussalam Publications, পৃষ্ঠা 472, আইএসবিএন 978-9960-9803-2-4 
  5. Tabari, Al (২০০৮), The foundation of the community, State University of New York Press, পৃষ্ঠা 100, আইএসবিএন 978-0-88706-344-2 
  6. Watt, W. Montgomery (১৯৫৬)। Muhammad at Medina। Oxford University Press। পৃষ্ঠা 17। আইএসবিএন 978-0-19-577307-1  (অনলাইন)
  7. Mubarakpuri, Saifur Rahman Al (২০০৫), The sealed nectar: biography of the Noble Prophet, Darussalam Publications, পৃষ্ঠা 286–287, আইএসবিএন 978-9960-899-55-8 
  8. Rahman al-Mubarakpuri, Saifur (২০০৫), The Sealed Nectar, Darussalam Publications, পৃষ্ঠা 192, আইএসবিএন 9798694145923 
  9. Mubarakpuri, The Sealed Nectar, পৃষ্ঠা ১৯৩-১৯৪। (অনলাইন)
  10. Muir, William (আগস্ট ১৮৭৮) [1861], The life of Mahomet, Smith, Elder & Co, পৃষ্ঠা 225–226 
  11. Abu Khalil, Shawqi (১ মার্চ ২০০৪)। Atlas of the Prophet's biography: places, nations, landmarks। Dar-us-Salam। পৃষ্ঠা 218। আইএসবিএন 978-9960897714 
  12. William Muir, The life of Mahomet and history of Islam to the era of the Hegira, Volume 4, পৃষ্ঠা ১০৬।
  13. Mubarakpuri, The Sealed Nectar, পৃষ্ঠা ২৪৭। (অনলাইন)
  14. Muhammad and the Course of Islam — এইচ. এম. বালিউজি, পৃষ্ঠা ৯৭।