বিষয়বস্তুতে চলুন

বদ্রি দত্ত পান্ডে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পণ্ডিত বদ্রি দত্ত পান্ডে (১৫ ফেব্রুয়ারি ১৮৮২ - ১৩ ফেব্রুয়ারি ১৯৬৫) একজন ভারতীয় ঐতিহাসিক, মুক্তিযোদ্ধা এবং পরবর্তীকালে স্বাধীন ভারতের আলমোড়া থেকে সংসদ সদস্য ছিলেন।

গোবিন্দ বল্লভ পান্তের পাশাপাশি তিনি ছিলেন উত্তরাখণ্ডের (তখন ব্রিটিশ ভারতে ইউনাইটেড প্রদেশের একটি অংশ) অন্যতম শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা। তিনি কুমায়ুন কেশরী নামে সমধিক পরিচিত। এই উপাধি ১৯২১ সালে "কুলি-বেগার আন্দোলন" এর পরে দেওয়া হয়েছিল। তিনি বিজয় দশমীর দিন ১৫ অক্টোবর ১৯১৮ সালে একটি বিপ্লবী সংবাদপত্র "শক্তি" প্রকাশ করেছিলেন। [১]

কুমায়ূনের ইতিহাস নিয়ে তাঁর হিন্দি ভাষার বইয়ের শিরোনাম কুমায়ূন কা ইতিহাস[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Govt. P.G. College, Bageshwar"www.gpgcbageshwar.org। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-০৪ 
  2. http://www.culturaltrends.in/product/kumaon-ka-itihas