বদরুল হায়দার চৌধুরী
মাননীয় প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী | |
|---|---|
| বাংলাদেশের প্রধান বিচারপতি | |
| কাজের মেয়াদ ১ ডিসেম্বর ১৯৮৯ – ১ জানুয়ারি ১৯৯০ | |
| পূর্বসূরী | বিচারপতি এফ. কে. এম. এ মুনিম |
| উত্তরসূরী | বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১ জানুয়ারি ১৯২৫ নুরসোনাপুর গ্রাম, সুধারাম উপজেলা, নোয়াখালী জেলা, ব্রিটিশ ভারত (বর্তমান: বাংলাদেশ) |
| মৃত্যু | ১৪ ফেব্রুয়ারি ১৯৯৮ ঢাকা, বাংলাদেশ |
| নাগরিকত্ব | |
| জাতীয়তা | বাংলাদেশী |
| বাসস্থান | ঢাকা |
| প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় লিংকনস্-ইন |
| পেশা | আইন |
| জীবিকা | আইনবিদ |
| ধর্ম | ইসলাম |
বদরুল হায়দার চৌধুরী (১ জানুয়ারি ১৯২৫ - ১৪ ফেব্রুয়ারি ১৯৯৮) ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং ৫ম প্রধান বিচারপতি।[১][২]
জন্ম ও পারিবারিক পরিচিতি
[সম্পাদনা]বদরুল হায়দার চৌধুরী ১৯২৫ সালের ১ জানুয়ারি তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের নোয়াখালী জেলার সুধারাম উপজেলার নুরসোনাপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[১] তার পিতার নাম খান বাহাদুর মোহাম্মদ গাজী চৌধুরী।[২] নোয়াখালী ৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমপি প্রার্থী বজলুল করিম চৌধুরী আবেদ তার নাতী!
শিক্ষাজীবন
[সম্পাদনা]বদরুল হায়দার চৌধুরী ১৯৪৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ. ও ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভের পর ১৯৫৫ সালে যুক্তরাজ্যের লিংকনস্-ইন থেকে বার আ্যট ল' ডিগ্রি অর্জন করেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]বদরুল হায়দার চৌধুরী ১৯৫৬ সালে ঢাকা হাইকোর্টে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন এবং ১৯৭১ সালের এপ্রিলে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে[২] ও পরবর্তীতে ১৯৭৮ সালে আপিল বিভাগে বিচারক হিসাবে নিয়োগ লাভ করেন।[১]
১৯৮৯ সালের ৩০ নভেম্বর তারিখে বিচারপতি এফ. কে. এম. এ মুনিমের অবসর গ্রহণের প্রেক্ষিতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের ৫ম প্রধান বিচারপতি হিসাবে বদরুল হায়দার চৌধুরীকে নিয়োগ প্রদান করেন এবং তিনি ১৯৮৯ সালের ১ ডিসেম্বর তারিখে প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন ও ১৯৮৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে ৬৫ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন।[২] তিনি ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তৎকালীন বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন এবং তৎকালীন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাসের নিকট পরাজিত হন।[৩]
রচনাবলী
[সম্পাদনা]পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 বাংলাপিডিয়া বিচারপতি বদরুল হায়দার চৌধুরী সম্পর্কিত নিবন্ধ।
- 1 2 3 4 প্রখ্যাত ব্যক্তিত্ব - নোয়াখালী জেলার তথ্য বাতায়ন।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "যে প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বিচারপতি বদরুল হায়দার চৌধুরী - বাংলাপিডিয়া