বদরুল আরেফীন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বদরুল আরেফীন
মহাপরিচালক
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি
কাজের মেয়াদ
২৭ জুন ২০২১ – ২৭ ফেব্রুয়ারি ২০২৩
পূর্বসূরীমোহাম্মদ আবুল কাসেম
উত্তরসূরীসুকেশ কুমার সরকার
সচিব
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
কাজের মেয়াদ
৬ জুলাই ২০২০ – ২৭ জুন ২০২১
পূর্বসূরীআবু হেনা মোস্তফা কামাল
উত্তরসূরীআবুল মনসুর
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৬৪ (বয়স ৫৯–৬০)
সদর উপজেলা, কিশোরগঞ্জ, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
লন্ডন বিশ্ববিদ্যালয়
পেশাসিনিয়র সচিব, সরকারি কর্মকর্তা

বদরুল আরেফীন (জন্ম: ১৯৬৪ খ্রি.) বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সচিব এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

আরেফীন ১৯৬৪ খ্রিষ্টাব্দে কিশোরগঞ্জের সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স বিভাগ থেকে ১৯৮৫ খ্রিষ্টাব্দে বিএসসি (সম্মান) ডিগ্রি এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ খ্রিষ্টাব্দে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।[৩][৪]

কর্মজীবন[সম্পাদনা]

বদরুল আরেফীন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৮ম ব্যাচের (১৯৮৬ ব্যাচ) একজন কর্মকর্তা হিসেবে ১৯৮৯ খ্রিষ্টাব্দে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি মাঠ প্রশাসনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে আরেফীন বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ অফিসে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পদে দায়িত্ব পালন করেছেন।[৪]

তিনি ২০২০ খ্রিষ্টাব্দে সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[৫] ২০২১ খ্রিষ্টাব্দে তিনি জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) নিযুক্ত হন এবং ২০২৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়ে পূর্বের কর্মস্থলেই পদায়িত হন।[৬] ২০২৩ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংস্কৃতি মন্ত্রণালয়ে নতুন সচিব বদরুল আরেফিন"দেশ রূপান্তর। ৬ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  2. "সিনিয়র সচিব হলেন বদরুল আরেফীন"বাংলা ট্রিবিউন। ৯ জানুয়ারি ২০২৩। ১৩ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  3. "পদোন্নতি পেয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান বদরুল আরেফিন"কিশোরগঞ্জ নিউজ। ৬ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  4. "বদরুল আরেফীনের জীবন বৃত্তান্ত"জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)। ৭ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  5. "প্রতিরক্ষায় নতুন সচিব মোস্তফা কামাল, সংস্কৃতিতে আরেফিন"বাংলাদেশ প্রতিদিন। ৬ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  6. "সিনিয়র সচিব হলেন বদরুল আরেফীন"জাগোনিউজ২৪.কম। ৯ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  7. "অবসরে গেলেন সিনিয়র সচিব বদরুল আরেফীন"ঢাকা পোস্ট। ১ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৩