বড়ো রোমান লিপি আন্দোলন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বড়ো রোমান লিপি আন্দোলন
তারিখ১৯৭৪
অবস্থান
লক্ষ্যসমূহরোমান লিপিতে বড়ো ভাষা লিখার দাবী
প্রক্রিয়াসমূহপ্ৰতিবাদ, হিংসাত্মক ঘটনা
ফলাফলবিফল
ক্ষয়ক্ষতি
নিহত১৫ জন

বড়ো রোমান লিপি আন্দোলন হচ্ছে বড়ো জাতিগোষ্ঠী কর্তৃক বড়ো ভাষাকে রোমান লিপিতে লিখার স্বীকৃতির দাবিতে একটি আন্দোলন। এই আন্দোলনটি ১৯৭৪ সালে সংঘটিত হয় যেখানে ১৫ জন প্ৰাণ হারায়। যদিও আন্দোলনটি সফলতার মুখ দেখেনি যেহেতু সরকার দেবনাগরী লিপিতেই বড়ো লিপির মৰ্যাদা দেয়।

আন্দোলন[সম্পাদনা]

১৯৭০ সালে পশ্চিমবঙ্গের মহাকালগুরিতে অনুষ্ঠিত হওয়া বড়ো সাহিত্য সভার ১১তম বাৰ্ষিক অধিবেশনে রোমান লিপি গ্ৰহণ করার প্ৰস্তাব তুলা হয়[১] এবং সরকারকে এই বিষয়ে দাবী জানানো হয় যদিও সরকার সেই দাবী অগ্ৰাহ্য করে। ১৯৭৪ সালের ১৫ মাৰ্চ থেকে শোণিতপুরের খেলমাটিতে অনুষ্ঠিত হওয়া ১৫তম বড়ো সাহিত্য সভার আন্দোলনে রোমান লিপির প্ৰবৰ্তনের জন্য আন্দোলন করার সিদ্ধান্ত নেয়া হয়। এই আন্দোলনটি পরবর্তীতে হিংসাত্মক রূপ নেয় এবং ঐবছরের ২৮ সেপ্টেম্বর, ১৫ জন বড়ো জনগোষ্ঠীর লোক রাজ্যের বিভিন্ন জায়গায় প্ৰাণ হারান।[২]

শহীদ দিবস[সম্পাদনা]

২৮ সেপ্টেম্বর দিনটিকে বড়ো সাহিত্য সভা কর্তৃক শহীদ দিবস হিসেবে পালন করে আসা হচ্ছে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "bodo sahitya sabha"। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "Bodos remember martyrs of Script Movement"। 28 Septembar 2012। ১২ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 3 February 2019  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)