বঙ্গবন্ধু স্মৃতি উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বঙ্গবন্ধু স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠলা গোপালগঞ্জ
অবস্থান

বাংলাদেশ
তথ্য
ধরনএমপিওভুক্ত
নীতিবাক্য"রব্বি যিদনীই ঈলমা" অর্থাৎ-হে রব আমার জ্ঞান বৃদ্ধি কর
প্রতিষ্ঠাকাল১৯৯৬
বিদ্যালয় জেলাগোপালগঞ্জ,
বিদ্যালয়ের প্রধানমোঃ আলমগীর হোসেন
কর্মকর্তা১০ শিক্ষক,২ কর্মী
অনুষদ
শ্রেণীষষ্ঠ থেকে দশম
ভর্তি১৯৯৮
শিক্ষায়তন৪ একর
ক্যাম্পাসের ধরনজালালাবাদ, ইউনিয়নের , মাঠলা গ্রাম এ অবস্থিত
অ্যাথলেটিক্সহ্যান্ডবল, ব্যাডমিন্টন, স্প্রিন্ট ও দেশীয় বিভিন্ন খেলাসমূহ
শিক্ষা বোর্ডঢাকা
শাখা সংখ্যা
বার্ষিক ম্যাগাজিননাই
ওয়েবসাইট[১]

বঙ্গবন্ধু স্মৃতি উচ্চ বিদ্যালয় (মাঠলা স্কুল বা বঙ্গবন্ধু স্কুল নামেও পরিচিত) ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মাঠলা গ্রামে অবস্থিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৯৮ সালে এই প্রতিষ্ঠানটি তার যাত্রা শুরু করে। মূলত এটি বঙ্গবন্ধু এর সরণে গ্রাম এর সন্তানদের পড়াশোনার জন্য তৈরি হয়।[১]

ইতিহাস[সম্পাদনা]

মাঠলা গ্রামের মোঃ আকরামুজ্জামান মুন্সী ও মৃত মুন্সী মোফাজ্জেল হোসেনের উদ্যোগে গ্রামের মানুষের সহযোগীতায় ১৯৯৬ সালে বিদ্যালয়টি স্থাপন করেন । কে, এম, মজিবর রহমান, আলীমুদ্দিন মুন্সী, মৃত রত্তন আলী, মৃত ওমর আলী মুন্সী, টুলু মুন্সী, শাহাজাহান মুন্সী, বশার শিকদার, আব্দুর রউফ মুন্সী, মোঃ আকরামুজ্জামান মুন্সী, মৃত আব্দুর ওহাব মুন্সী, নবীর হোসেন শেখ, গোলাম নবী মুন্সী, আকবর হোসেন মুন্সী, মৃত রাঙ্গা মিয়া মুন্সী, মৃত গোলাম রসুল মুন্সী, ১.০৩ একর জমি দান করেন।

গ্রামের বিদোৎসাহী ব্যক্তি বর্গের আর্থিক সহায়তায় কাঁচা ভবনের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। ১ জানুয়ারি ১৯৯৮ হইতে পাঠ দানের অনুমতি প্রাপ্ত হয়। মে ২০০০ সনে নিম্নমাধ্যমিক হিসাবে এম,পি,ও লাভ করে এবং মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অস্থায়ীভাবে প্রথম স্বীকৃতি লাভ করে ১ জানুয়ারি ২০১০ থেকে ৩১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত। বর্তমানে বঙ্গবন্ধু স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ২৭৫ জন শিক্ষার্থী ছিলো।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "গোপালগঞ্জ সদর উপজেলা - বঙ্গবন্ধু স্মৃতি উচ্চ বিদ্যালয়"http (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৭