বিষয়বস্তুতে চলুন

বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
  • বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক
প্রদানের কারণআবৃত্তি
অবস্থানঢাকা, বাংলাদেশ
দেশবাংলাদেশ
পুরস্কারদাতাবাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
প্রথম পুরস্কৃত২০২০
সর্বশেষ পুরস্কৃত২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক প্রদানের জন্য অনুমোদন দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ দিতে জন্য স্থায়ী আমানত হিসেবে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদকে ২ কোটি টাকা অনুদান দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা[] নিয়মিত পদক প্রদানের জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট্র গঠন করা হয়েছিল, যার সভাপতি শেখ হাসিনা[]

প্রবর্তনের ইতিহাস

[সম্পাদনা]

২০২০ সাল থেকে মুজিববর্ষ শুরু হওয়ায় ওই বছর থেকেই এই পদক প্রদান করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। পদকের অর্থমূল্য দুই লাখ টাকা। []

পদক লাভের বিভিন্ন ধাপসমূহ

[সম্পাদনা]

প্রতি বছর জাতির পিতার জন্মদিন ১৭ মার্চ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে। পদকের অর্থমূল্য দেবে সংস্কৃতি মন্ত্রণালয়।[]

পদক বিজয়ীদের নাম[]

[সম্পাদনা]
  • ২০২০ - গোলাম মুস্তাফা (মরণোত্তর)
  • ২০২১- আশরাফুল আলম
  • ২০২১- সৈয়দ হাসান ইমাম
  • ২০২২ - ভাস্বর বন্দ্যোপাধ্যায়,
  • ২০২২ - জয়ন্ত চট্টোপাধ্যায়
  • ২০২২ - কাজী মদিনা

বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক

[সম্পাদনা]

আবৃত্তি শিল্পের বিকাশে অবদানের জন্য দেশের ৫০ জন আবৃত্তিকারকে ‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক’ প্রদান করা হবে।[]

  • ওয়াহিদুল হক (মরণোত্তর)
  • নাজিম মাহমুদ (মরণোত্তর)
  • কামাল লোহানী (মরণোত্তর)
  • নিখিল সেন (মরণোত্তর)
  • অধ্যাপক নরেন বিশ্বাস (মরণোত্তর)
  • কাজী আবু জাফর সিদ্দিকী (মরণোত্তর)
  • মৃনাল সরকার (মরণোত্তর)
  • হেমচন্দ্র ভট্টাচার্য (মরণোত্তর)
  • তারিক সালাহউদ্দীন মাহমুদ (মরণোত্তর)
  • খান জিয়াউল হক (মরণোত্তর)
  • রামেন্দু মজুমদার
  • আতাউর রহমান
  • ম. হামিদ
  • এস এম মহসিন (মরণোত্তর)
  • অধ্যাপক নিরঞ্জন অধিকারী
  • কাজী আরিফ (মরণোত্তর)
  • ইশরাত নিশাত (মরণোত্তর)
  • নাসির উদ্দীন ইউসুফ
  • অধ্যাপক মুহাম্মদ সামাদ
  • প্রজ্ঞা লাবনী
  • কেয়া চৌধুরী
  • পিযূষ বন্দ্যোপাধ্যায়
  • ড. আব্দুল মালেক
  • লিয়াকত আলী লাকী
  • গোলাম কুদ্দুছ
  • বিপ্লব বালা
  • রণজিত রক্ষিত (মরণোত্তর)
  • কামরুল হাসান মঞ্জু (মরণোত্তর)
  • নিমা রহমান
  • খালেদ খান (মরণোত্তর)
  • হারুন-অর রশিদ
  • সুবর্ণা মুস্তাফা
  • সাগর লোহানী
  • রূপা চক্রবর্তী
  • লায়লা আফরোজ
  • ডালিয়া আহমেদ
  • বেলায়েত হোসেন
  • ইস্তেকবাল হোসেন
  • মীর বরকত
  • গোলাম সারোয়ার
  • হাসান আরিফ
  • মোকাদ্দেস বাবুল
  • এনামুল হক বাবু
  • আজমল হোসেন লাবু
  • মোহাম্মদ কামাল
  • রফিকুল ইসলাম
  • রেজীনা ওয়ালী লীনা
  • ইকবাল খোরশেদ
  • ফয়জুল আলম পাপ্পু
  • কাজী মাহতাব সুমন
  • মাসুদুজ্জামান
  • মীর মাসরুর জামান রনি
  • রাশেদ হাসান
  • আজহারুল হক আজাদ
  • শিমুল মুস্তাফা
  • মাহিদুল ইসলাম
  • মো. আহকাম উল্লাহ্
  • আসাদুজ্জামান নূর

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. প্রতিবেদক, নিজস্ব। "আবৃত্তি সমন্বয় পরিষদকে প্রধানমন্ত্রীর ২ কোটি টাকা অনুদান"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২২-০৮-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ 
  2. "আবৃত্তি সমন্বয় পরিষদকে প্রধানমন্ত্রীর ২ কোটি টাকা অনুদান"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ 
  3. "বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ২৭ জানুয়ারি থেকে"https://dhakaprokash24.com। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  4. "৩০ লাখ টাকা অনুদান পেলো বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০