বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতীক
মূলনীতিআবৃত্তি শিল্পের পেশাদারী স্বার্থ রক্ষা,আবৃত্তি শিল্পের বিকাশ , বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠন
গঠিত১৪ এপ্রিল, ১৯৮৮
ধরনসাংস্কৃতিক
সদরদপ্তরঢাকা
অবস্থান
  • টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা - ১০০০
ক্ষেত্রসমূহসাংগঠনিক আবৃত্তি
দাপ্তরিক ভাষা
বাংলা
সভাপতি
আসাদুজ্জামান নূর
সাধারণ সম্পাদক
মো. আহকাম উল্লাহ্
ওয়েবসাইটbaspbd.com

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ বাংলাদেশের আবৃত্তি সংগঠনগুলোর অভিভাবক সংগঠন। আবৃত্তি শিল্পের বিকাশ ও সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে সংগঠনটি যাত্রা শুরু করে ১৯৮৮ সালের ১৪ এপ্রিল তারিখে।[১] প্রথম সভাপতি ছিলেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক ছিলেন সাগর লোহানী।[২] এর প্রধান কার্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত। ৯৩ সদস্যের কমিটি কার্যক্রম পরিচালনা করে।[৩][৪]

প্রতিষ্ঠার সময় থেকে জনসাধারণের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা বিকাশ এবং আবৃত্তি চর্চার বিকাশে প্রধান ভূমিকা পালন করছে এই প্রতিষ্ঠানটি। সাম্প্রদায়িক অনুভূতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে সচেতনতা জাগানোর জন্যও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও নারী অধিকার প্রতিষ্ঠায় তারা নিয়মিত ভাবে বিভিন্ন আয়োজন করে থাকে।

পদক প্রদান[সম্পাদনা]

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ বিভিন্ন সময়ে বিভিন্ন পদক প্রদান করে আসছে-

গোলাম মুস্তাফা আবৃত্তি পদক[সম্পাদনা]

নাম সাল
মৃণাল সরকার (মরণোত্তর) ২০১৭
নিখিল সেন ২০১৭
ওয়াহিদুল হক (মরণোত্তর) ২০১৭
নাজিম মাহমুদ (মরণোত্তর) ২০১৭
হেমচন্দ্র ভট্টাচার্য (মরণোত্তর) ২০১৭
অধ্যাপক নরেন বিশ্বাস (মরণোত্তর) ২০১৭
কাজী আবু জাফর সিদ্দিকী (মরণোত্তর) ২০১৭
সৈয়দ হাসান ইমাম ২০১৭
কামাল লোহানী ২০১৭
আশরাফুল আলম ২০১৭
তারিক সালাহউদ্দিন মাহমুদ ২০১৮
খান জিয়াউল হক ২০১৮[১]
এসএম মহসীন ২০১৮
রুহুল আমিন প্রামাণিক ২০১৮
অধ্যাপক নিরঞ্জন অধিকারী ২০১৮
অধ্যাপক কাজী মদিনা ২০১৮
ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় ২০১৮
কাজী আরিফ (মরণোত্তর) ২০১৮
রণজিত রক্ষিত ২০১৮
সুবর্ণা মুস্তাফা ২০১৮
আসাদুজ্জামান নূর ২০১৯[২]
মোকদ্দেস বাবুল ২০২৩
বেলায়েত হোসেন ২০২৩
রফিকুল ইসলাম ২০২৪ [৩]
জয়দুল হোসেন ২০২৪ [৪]

প্রধান উদ্দেশ্য[সম্পাদনা]

  • আবৃত্তি শিল্পের পেশাদারী স্বার্থ রক্ষার জন্য এবং তাদের জন্য সুযোগ তৈরি করা;
  • আবৃত্তির বিকাশ;
  • মৌলিক অধিকার লঙ্ঘন আইন বিরুদ্ধে জনমত জোরদার করা;
  • দেশের বিভিন্ন অংশে স্থায়ী পর্যায়ে সক্রিয় পদক্ষেপ নেওয়া;
  • বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের মতাদর্শ পালন;
  • বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা;
  • আবৃত্তি সম্পর্কিত উপকরণ প্রকাশ করা;
  • জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আবৃত্তি কর্মশালার ব্যবস্থা করা;
  • জাতীয় আবৃত্তি উৎসব পরিচালনা করা;[১৪]
  • জাতীয় শিশু আবৃত্তি উৎসব পরিচালনা করা;[১৫]
  • আবৃত্তির সঙ্গে যুক্ত মানুষের জন্য কল্যাণকর আয়োজন করা।[১৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আসাদুজ্জামান নূর সভাপতি, সম্পাদক আহকাম উল্লাহ"। প্রথম আলো। 
  2. প্রতিবেদক, নিজস্ব। "আসাদুজ্জামান নূর সভাপতি, সম্পাদক আহকাম উল্লাহ"প্রথম আলো 
  3. "বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নতুন কমিটি"। ২৬ অক্টোবর ২০১৯। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "কমিটি - বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ"। ১১ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২১ 
  5. "গোলাম মুস্তাফা আবৃত্তি পদক পেলেন ইস্তেকবাল হোসেন ও কামরুল হাসান মঞ্জু"আরটিভি 
  6. "গোলাম মুস্তাফা আবৃত্তি পদক পেলেন আসাদুজ্জামান নূর"। ভোরের কাগজ। ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২১ 
  7. "গোলাম মোস্তফা আবৃত্তি পদক পেলেন ১০ জন"ঢাকা টাইমস 
  8. "আবৃত্তির জন্য প্রবর্তিত হলো আরেকটি পদক"প্রিয়.কম 
  9. "দৈনিক জনকন্ঠ -- বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক পাচ্ছেন গোলাম মুস্তাফা"দৈনিক জনকন্ঠ 
  10. "আবৃত্তির জন্য 'বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক'"। ২৮ মার্চ ২০২১। 
  11. প্রতিবেদক, বিনোদন। "আবৃত্তির জন্য প্রবর্তিত হলো আরেকটি পদক"প্রথম আলো 
  12. "বঙ্গবন্ধুর নামে আবৃত্তি পদক, পাচ্ছেন গোলাম মুস্তাফা"বাংলা ট্রিবিউন। ১১ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২১ 
  13. "বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক পাচ্ছেন প্রয়াত গোলাম মুস্তাফা"ইত্তেফাক। ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২ 
  14. "ঢাকায় আবৃত্তি উৎসব"banglanews24.com। ৩০ ডিসেম্বর ২০১৫। 
  15. "জাতীয় শিশু আবৃত্তি উৎসব শুরু - কালের কণ্ঠ"কালের কণ্ঠ। ২৬ অক্টোবর ২০১৮। 
  16. "কার্যক্রম - বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ"। ১১ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]