বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
মূলনীতি | আবৃত্তি শিল্পের পেশাদারী স্বার্থ রক্ষা,আবৃত্তি শিল্পের বিকাশ , বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠন |
---|---|
গঠিত | ১৪ এপ্রিল, ১৯৮৮ |
ধরন | সাংস্কৃতিক |
সদরদপ্তর | ঢাকা |
অবস্থান |
|
ক্ষেত্রসমূহ | সাংগঠনিক আবৃত্তি |
দাপ্তরিক ভাষা | বাংলা |
সভাপতি | আসাদুজ্জামান নূর |
সাধারণ সম্পাদক | মো. আহকাম উল্লাহ্ |
ওয়েবসাইট | baspbd |
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ বাংলাদেশের আবৃত্তি সংগঠনগুলোর অভিভাবক সংগঠন। আবৃত্তি শিল্পের বিকাশ ও সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে সংগঠনটি যাত্রা শুরু করে ১৯৮৮ সালের ১৪ এপ্রিল তারিখে।[১] প্রথম সভাপতি ছিলেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক ছিলেন সাগর লোহানী।[২] এর প্রধান কার্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত। ৯৩ সদস্যের কমিটি কার্যক্রম পরিচালনা করে।[৩][৪]
প্রতিষ্ঠার সময় থেকে জনসাধারণের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা বিকাশ এবং আবৃত্তি চর্চার বিকাশে প্রধান ভূমিকা পালন করছে এই প্রতিষ্ঠানটি। সাম্প্রদায়িক অনুভূতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে সচেতনতা জাগানোর জন্যও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও নারী অধিকার প্রতিষ্ঠায় তারা নিয়মিত ভাবে বিভিন্ন আয়োজন করে থাকে।
পদক প্রদান[সম্পাদনা]
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ বিভিন্ন সময়ে বিভিন্ন পদক প্রদান করে আসছে-
- গোলাম মুস্তাফা আবৃত্তি পদক [৫][৬][৭]
- বৃষ্টি দোলা পদক[৮]
- কামরুল হাসান মঞ্জু পদক[৯]
- বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক[১০] [১১][১২][১৩]
প্রধান উদ্দেশ্য[সম্পাদনা]
- আবৃত্তি শিল্পের পেশাদারী স্বার্থ রক্ষার জন্য এবং তাদের জন্য সুযোগ তৈরি করা;
- আবৃত্তির বিকাশ;
- মৌলিক অধিকার লঙ্ঘন আইন বিরুদ্ধে জনমত জোরদার করা;
- দেশের বিভিন্ন অংশে স্থায়ী পর্যায়ে সক্রিয় পদক্ষেপ নেওয়া;
- বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের মতাদর্শ পালন;
- বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা;
- আবৃত্তি সম্পর্কিত উপকরণ প্রকাশ করা;
- জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আবৃত্তি কর্মশালার ব্যবস্থা করা;
- জাতীয় আবৃত্তি উৎসব পরিচালনা করা;[১৪]
- জাতীয় শিশু আবৃত্তি উৎসব পরিচালনা করা;[১৫]
- আবৃত্তির সঙ্গে যুক্ত মানুষের জন্য কল্যাণকর আয়োজন করা।[১৬]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "আসাদুজ্জামান নূর সভাপতি, সম্পাদক আহকাম উল্লাহ"। প্রথম আলো।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "আসাদুজ্জামান নূর সভাপতি, সম্পাদক আহকাম উল্লাহ"। প্রথম আলো।
- ↑ "বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নতুন কমিটি"। ২৬ অক্টোবর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "কমিটি - বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ"। ১১ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "গোলাম মুস্তাফা আবৃত্তি পদক পেলেন ইস্তেকবাল হোসেন ও কামরুল হাসান মঞ্জু"। আরটিভি।
- ↑ "গোলাম মুস্তাফা আবৃত্তি পদক পেলেন আসাদুজ্জামান নূর"। ভোরের কাগজ।
- ↑ "গোলাম মোস্তফা আবৃত্তি পদক পেলেন ১০ জন"। ঢাকা টাইমস।
- ↑ "আবৃত্তির জন্য প্রবর্তিত হলো আরেকটি পদক"। প্রিয়.কম।
- ↑ "দৈনিক জনকন্ঠ -- বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক পাচ্ছেন গোলাম মুস্তাফা"। দৈনিক জনকন্ঠ।
- ↑ "আবৃত্তির জন্য 'বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক'"। ২৮ মার্চ ২০২১।
- ↑ প্রতিবেদক, বিনোদন। "আবৃত্তির জন্য প্রবর্তিত হলো আরেকটি পদক"। প্রথম আলো।
- ↑ "বঙ্গবন্ধুর নামে আবৃত্তি পদক, পাচ্ছেন গোলাম মুস্তাফা"। বাংলা ট্রিবিউন।
- ↑ "বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক পাচ্ছেন প্রয়াত গোলাম মুস্তাফা"। ইত্তেফাক। ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২।
- ↑ "ঢাকায় আবৃত্তি উৎসব"। banglanews24.com। ৩০ ডিসেম্বর ২০১৫।
- ↑ "জাতীয় শিশু আবৃত্তি উৎসব শুরু - কালের কণ্ঠ"। কালের কণ্ঠ। ২৬ অক্টোবর ২০১৮।
- ↑ "কার্যক্রম - বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ"। ১১ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২১।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ-এর অফিসিয়াল সাইট।