হাসান আরিফ (আবৃত্তি শিল্পী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাসান আরিফ
হাসান আরিফ এর ছবি
জন্ম(১৯৬৫-১২-০৮)৮ ডিসেম্বর ১৯৬৫
কুমিল্লা, ( বাংলাদেশ)
মৃত্যু১ এপ্রিল ২০২২(2022-04-01) (বয়স ৫৬)
পেশাআবৃত্তিশিল্পী, সংগঠক, নির্দেশক, প্রশিক্ষক
কর্মজীবন১৯৬৫–২০২২

হাসান আরিফ (৮ ডিসেম্বর ১৯৬৫ - ১ এপ্রিল ২০২২)[১] ছিলেন একজন বাংলাদেশী আবৃত্তি শিল্পী। তিনি ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে হাসান আরিফ সামনের কাতারে থেকে অংশ নেন। দেশে আবৃত্তিচর্চার বুনিয়াদ গঠন এবং প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে তাকে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনগুলোতে হাসান আরিফের ছিলেন সক্রিয়।[২]

জন্ম[সম্পাদনা]

১৯৬৫ খ্রিষ্টাব্দের ৮ ডিসেম্বর কুমিল্লার সাহেব বাড়ি নানার বাড়িতে জন্ম। মা রওশন আরা। বাবা আবুল ফজল মো. মফিজুল হক। বড়ো ভাই হাসান ইকবাল আর ছোটো বোন রাবেয়া রওশন।[৩]

আবৃত্তি শিল্পে অবদান[সম্পাদনা]

১৯৮৩ খ্রিষ্টাব্দে দেশের প্রথম দিকের আবৃত্তি সংগঠন ‘স্বরিত আবৃত্তি চক্র’র সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাঁর সংগঠনভিত্তিক আবৃত্তিচর্চার শুরু। গত শতকের আটের দশকেই আবৃত্তিশিল্পে গুণী শিল্পী ও সংগঠক হিসেবে প্রতিষ্ঠা পান হাসান আরিফ। রাজধানী এবং ঢাকার বাইরের মঞ্চ ও গণমাধ্যমে তাঁর নিয়মিত পরিবেশনা মুগ্ধ করে মানুষকে। নিজের এবং অন্য সংগঠনগুলোর আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি একক আবৃত্তি অনুষ্ঠানও করেন হাসান আরিফ। ভারতের পশ্চিমবঙ্গ-সহ দেশের বাইরে বিভিন্ন মঞ্চে তাঁর উল্লেখযোগ্য আবৃত্তি পরিবেশনা রয়েছে।আবৃত্তিশিল্পে হাসান আরিফ একটা নিজস্ব মাত্রা যুক্ত করেছিল। কবিতার প্রতিটি শব্দকে অনুভব করে যে নাটকীয় পরিবেশ ও তৈরি করত, তা সমবেত দর্শকশ্রোতাকে সম্মোহিত করে রাখত।[৪][৫]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

পুরস্কার
বছর বিষয় পুরস্কারের নাম ফলাফল সূত্র
২০১৯ আবৃত্তি শিল্পকলা পদক বিজয়ী [৬][৭]

মৃত্যু[সম্পাদনা]

১ এপ্রিল ২০২২ তারিখে কয়েকটি অঙ্গ বিকল হয়ে আরিফ মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।[৮][৯][১০][১১][১২]। উনি মরোনত্তর দেহ দান করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মানবকল্যাণে নিজের দেহ দান করে গেছেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ"dbcnews.tv। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২০ 
  2. "মানবকল্যাণে নিজের দেহ দান করে গেছেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ"dbcnews.tv। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২০ 
  3. "হাসান আরিফ : মানুষের জাগরণে দারুণ বিশ্বাসী এক কণ্ঠস্বর -মীর মাসরুর জামান"www.anandabhuban.com। ২০২২-০৯-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০১ 
  4. মজুমদার, রামেন্দু। "ওগো পথের সাথি"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০১ 
  5. Azadi, Dainik (২০২২-০৬-১১)। "হাসান আরিফ স্মরণ সন্ধ্যা 'প্রণমি তোমারে'"দৈনিক আজাদী (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০১ 
  6. "১৮ গুণিজন ও ২ সংগঠনকে দেওয়া হচ্ছে 'শিল্পকলা পদক'"সারাবাংলা। ২০২১-০৬-১২। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২০ 
  7. রিপোর্ট, বিনোদন। "বাংলাদেশ শিল্পকলা একাডেমির দুই বছরের পদক ঘোষণা"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২০ 
  8. "মানবকল্যাণে নিজের দেহ দান করে গেছেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ"dbcnews.tv। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২০ 
  9. প্রতিবেদক, বিনোদন। "চলে গেলেন হাসান আরিফ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২০ 
  10. রিপোর্ট, স্টার অনলাইন (২০২২-০৪-০১)। "আবৃত্তিশিল্পী হাসান আরিফ মারা গেছেন"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২০ 
  11. "আবৃত্তিশিল্পী হাসান আরিফ আর নেই"বাংলা ট্রিবিউন। ২০২২-০৫-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২০ 
  12. "আবৃত্তিশিল্পী হাসান আরিফ আর নেই | বিনোদন"সময় সংবাদ। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২০