ফুটবল ক্লাব সিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিয়ন
পূর্ণ নামফুটবল ক্লাব দে সিয়ন
প্রতিষ্ঠিত১৯০৯; ১১৫ বছর আগে (1909)
মাঠস্তাদ তুবিয়ঁ[১]
ধারণক্ষমতা১৪,৫০০
সভাপতিসুইজারল্যান্ড খ্রিস্তিয়ঁ কোন্সতঁত্যাঁ
ম্যানেজারইতালি পাওলো ত্রামেজ্জানি[২]
লিগসুইস সুপার লীগ
২০১৮–১৯৮ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ফুটবল ক্লাব দে সিয়ন (ফরাসি: Football Club de Sion, ইংরেজি: FC Sion; এছাড়াও ফুটবল ক্লাব সিয়ন, এফসি সিয়ন অথবা শুধুমাত্র সিয়ন নামে পরিচিত) হচ্ছে সিয়ন ভিত্তিক একটি সুইস পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে সুইজারল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ সুইস সুপার লীগে খেলে। এই ক্লাবটি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি সিয়ন তাদের সকল হোম ম্যাচ সিয়নের স্তাদ তুবিয়েঁ খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৪,৫০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পাওলো ত্রামেজ্জানি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন খ্রিস্তিয়ঁ কোন্সতঁত্যাঁ। সুইস গোলরক্ষক কেভিন ফিকেনশার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]

ঘরোয়া ফুটবলে, এফসি সিয়ন এপর্যন্ত ১৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি সুইস সুপার লীগ এবং ১৫টি সুইস কাপ শিরোপা রয়েছে।

অর্জন[সম্পাদনা]

সুইস সুপার লীগ

সুইস কাপ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 
  2. "কর্মকর্তা"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 
  3. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 
  4. "ফুটবল ক্লাব সিয়ন: বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 
  5. "FC Sion at WorldFootball.net"। WorldFootball.net। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:ফুটবল ক্লাব সিয়ন টেমপ্লেট:সুইস সুপার লীগ