ফিলিস্তিন: একজন সালাহুদ্দীনের অপেক্ষায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিলিস্তিন: একজন সালাহুদ্দীনের অপেক্ষায়
বাংলা সংস্করণের প্রচ্ছদ
লেখকনূর আলম খলিল আমিনী
মূল শিরোনামআরবি: فلسطين في انتظار صلاح الدين
অনুবাদকশাহেদ হারুন
দেশভারত
ভাষাআরবি
বিষয়ফিলিস্তিন
প্রকাশিত২০০৮
প্রকাশকইদারা ইলম ওয়া আদব
মিডিয়া ধরনশক্তমলাট
পৃষ্ঠাসংখ্যা৬৯৩
আইএসবিএন৯৭৮৯৮৪৯৩৮৫৪৯৩ বাংলা সংস্করণ
ওসিএলসি৪৫৬৭৩০৬৯১
ওয়েবসাইটrahnumabd.com

ফিলিস্তিন: একজন সালাহুদ্দীনের অপেক্ষায় (আরবি: فلسطين في انتظار صلاح الدين) ফিলিস্তিনের ওপর লিখিত ভারতীয় দেওবন্দি ইসলামি পণ্ডিত নূর আলম খলিল আমিনীর একটি সামগ্রিক বই। লেখক তথ্য প্রমাণের সাহায্যে প্রাগৈতিহাসিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত ইহুদি জাতি ও ফিলিস্তিনের পূর্ণ ইতিহাস সহ এর রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরেছেন। ২০১৩ সালে আসাম বিশ্ববিদ্যালয়ে বইটির উপর একটি পিএইচডি গবেষণা সম্পন্ন হয়। ২০২০ সালে বইটির বঙ্গানুবাদ করেন শাহেদ হারুন।[১][২]

বিষয়বস্তু[সম্পাদনা]

বইটির আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে: মানবতার পূর্ণতাবিধানে নবীগণের জীবন ও শিক্ষা, ইতিহাসের আলোকে ইহুদী - ফিলিস্তিনি সম্পর্ক, ইসলামের আবির্ভাবের আগে আরব উপদ্বীপের ইহুদীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর ইহুদী সম্প্রদায়, ইসলামের বিজয়ের পর ইহুদীদের অবস্থান, মুসলিম স্পেনে ইহুদী সম্প্রদায়, উসমানী সাম্রাজ্যে ইহুদী সম্প্রদায়, ঊনবিংশ শতাব্দী থেকে আরব বিশ্বের ইহুদী জনমিতি, ফিলিস্তিনের ভৌগোলিক অবস্থান, ফিলিস্তিনের ইতিহাস ও ঐতিহ্য, মুসলমানদের অন্তরে ফিলিস্তিন, মসজিদুল আকসার ভৌগোলিক অবস্থান, শামের উপর ফেরেস্তাদের ডানা ছড়িয়ে রাখা, মসজিদুল আকসায় নামায পড়ার বাড়তি সওয়াব, যে সময় মসজিদুল আকসা দর্শন করা যায়, মসজিদুল আকসা বিজয়ের ব্যাপারে সুখবর, মসজিদুল আকসায় যারা নামায পড়বে তাদের জন্য সুলাইমান আলাইহিস সালামের দোয়া, ফেতনার সময় আহলে ঈমানদের ঈমান সমুন্নত থাকা, আখেরি জামানায় বাইতুল মাকদিস হবে খেলাফতের ঘাঁটি, মসজিদুল আকসা: কাবা শরীফের পর নির্মিত দ্বিতীয় মসজিদ, মুসলমানদের প্রথম কেবলা, বাইতুল মাকদিস এবং আশেপাশের সবকিছুতে আল্লাহ বরকত দান করেছেন, এখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ইসরা ও মেরাজের যাত্রা শুরু করেন, মসজিদুল আকসার জন্য মুসা আলাইহিস সালামের দোয়া ইত্যাদি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইউসুফ, আলা (৮ জুন ২০১৮)। "فلسطين في انتظار صلاح دين"বাছায়ের অনলাইন 
  2. কালাম, আবুল (২০১৩)। Socio_political aspects in the writings of Noor Alam Khalil Amini with special reference to Falastin Fi Intezari Salahidin [ফালাস্তিন ফি ইন্তেজারী সালাহদিনের বিশেষ উল্লেখ সহ নূরে আলম খলিল আমিনীর লেখায় সামাজিক রাজনৈতিক দিক] (গবেষণাপত্র)। ভারত: আসাম বিশ্ববিদ্যালয়hdl:10603/97127 

বহিঃসংযোগ[সম্পাদনা]