ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৭

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৭
খাত্রোঁ কে খিলাড়ি – কাভি পীড়া, কাভি কিড়া
ফিয়ার ফ্যাক্টর- খাত্রোঁ কে খিলাড়ি ৭-এর পোস্টার
ধরনআপাতবাস্তব, শারীরিক কসরত
নির্মাতাদীপক ধর
ভিত্তিফিয়ার ফ্যাক্টর
উপস্থাপকঅর্জুন কাপুর
অভিনয়েনিচে দেখুন
মূল দেশভারত ভারত
মূল ভাষাহিন্দি
নির্মাণ
প্রযোজকদীপক ধর
নির্মাণের স্থানআর্জেন্টিনা আর্জেন্টিনা
ক্যামেরা সেটআপবহু-ক্যামেরা
ব্যাপ্তিকালপ্রায় ১ ঘণ্টা
নির্মাণ কোম্পানিএন্ডেমল ভারত
পরিবেশকভায়াকম ১৮
মুক্তি
মূল নেটওয়ার্ককালারস
ছবির ফরম্যাট৫৭৬আই (এসডিটিভি)
১০৮০আই (এইচডিটিভি)
মূল মুক্তির তারিখ২১ জানুয়ারি ২০১৬ (2016-01-21) –
৩ এপ্রিল ২০১৬ (2016-04-03)
বহিঃসংযোগ
ওয়েবসাইট

ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৭ হচ্ছে ভারতীয় আপাতবাস্তব, শারীরিক কসরতভিত্তিক টেলিভিশন রিয়ালিটি অনুষ্ঠান ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ির ৭ম আসর। এই আসরের প্রথম পর্ব ২০১৬ সালের ৩০শে জানুয়ারি তারিখ হতে কালারসে প্রচারিত হয়েছে। এই আসরের শিরোনাম রাখা হয়েছিল ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি – কাভি পীড়া, কাভি কিড়া। এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার প্রচারিত হয়েছিল। এই আসরটি এন্ডেমল ভারতের দীপক ধর দ্বারা প্রযোজিত হয়েছে।[১] এই আসরের উপস্থাপক ছিলেন অর্জুন কাপুর এবং আর্জেন্টিনায় এই আসরের সকল কসরত শুটিং করা হয়েছে।[২][৩][৪] ২০১৬ সালের ৩রা এপ্রিল তারিখে, সিদ্ধার্থ শুক্লা এই আসরের বিজয়ী হিসেবে শিরোপা জয়লাভ করেছেন।[৫][৬]

প্রতিযোগী[সম্পাদনা]

প্রতিযোগী বয়স পেশা চূড়ান্ত স্থান নোট তারিখ
সিদ্ধার্থ শুক্লা ৩৫ টেলিভিশন অভিনেতা ১ম বিজয়ী (পুনঃপ্রবেশ) ৩ এপ্রিল ২০১৬
সানা সাঈদ ২৭ নৃত্যশিল্পী ২য় ১ম রানার-আপ
মুক্তি মোহন ২৮ চলচ্চিত্র অভিনেত্রী ও নৃত্যশিল্পী ৩য় ২য় রানার-আপ
তানিশা মুখার্জী ৩৮ চলচ্চিত্র অভিনেত্রী ৪র্থ ৩য় রানার-আপ
ভিভিয়ন ডীসেনা ২৭ টেলিভিশন অভিনেতা ৫ম (ওয়াইল্ড কার্ড প্রবেশ,
৪র্থ চূড়ান্ত প্রতিযোগী)
রাঘব জুয়াল ২৪ নৃত্যশিল্পী ৬ষ্ঠ ৫ম চূড়ান্ত প্রতিযোগী
ভিভান ভাটেনা ৩৭ অভিনেতা ও মডেল ৭ম অপনীত ২৭ মার্চ ২০১৬
পার্বতী ওমানাকুত্তান ২৯ মিস ওয়ার্ল্ড (রানার-আপ), মিস ইন্ডিয়া,
অভিনেত্রী ও মডেল
৮ম ২৬ মার্চ ২০১৬
জয় ভানুশালী ৩১ চলচ্চিত্র অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক ৯ম অব্যাহতি
মাহী বিজ ৩৪ টেলিভিশন অভিনেত্রী ১০তম অপনীত ২০ মার্চ ২০১৬
ঐশ্বর্যা সখুজা ২৯ টেলিভিশন অভিনেত্রী ১১তম ১৩ মার্চ ২০১৬
টিনা দত্ত ২৯ টেলিভিশন অভিনেত্রী ১২তম ৬ মার্চ ২০১৬
ফাইজাল খান ১৭ নৃত্যশিল্পী ১৩তম ২৮ ফেব্রুয়ারি ২০১৬
যুবরাজ বাল্মীকি ২৬ হকি খেলোয়াড় ১৪তম ১৪ ফেব্রুয়ারি ২০১৬
হিমানশু মালহোত্রা ৩৪ অভিনেতা ও নাচ বলিয়ে বিজয়ী ১৫তম ৩১ জানুয়ারি ২০১৬

নির্মূলের তালিকা[সম্পাদনা]

প্রতিযোগী ১০
সিদ্ধার্থ নিম্ন ৩ জয়ী জয়ী নিম্ন ৩ নিম্ন ৩ অপনীত সুরক্ষিত নিম্ন ৩ সুরক্ষিত বিজয়ী
সানা জয়ী জয়ী জয়ী জয়ী নিম্ন ৩ সুরক্ষিত সুরক্ষিত জয়ী সুরক্ষিত ১ম রানার-আপ
মুক্তি নিম্ন ৩ নিম্ন ৩ জয়ী নিম্ন ৩ সুরক্ষিত জয়ী সুরক্ষিত নিম্ন ৩ সুরক্ষিত জয়ী সুরক্ষিত ২য় রানার-আপ
তানিশা সুরক্ষিত জয়ী জয়ী নিম্ন ৩ নিম্ন ৩ নিম্ন ৩ নিম্ন ৩ সুরক্ষিত জয়ী জয়ী অপনীত
ভিভিয়ান প্রতিযোগিতায় নেই ওয়াইল্ড-কার্ড নিম্ন ৩ নিম্ন ৩ সুরক্ষিত নিম্ন ৩ জয়ী জয়ী অপনীত
রাঘব নিম্ন ৩ নিম্ন ৩ নিম্ন ৩ জয়ী নিম্ন ৩ জয়ী জয়ী জয়ী সুরক্ষিত সুরক্ষিত অপনীত
ভিভান নিম্ন ৩ জয়ী সুরক্ষিত জয়ী সুরক্ষিত জয়ী নিম্ন ৩ জয়ী সুরক্ষিত জয়ী নিম্ন ৩ অপনীত
পার্বতী নিম্ন ৩ জয়ী নিম্ন ৩ জয়ী জয়ী জয়ী নিম্ন ৩ নিম্ন ৩ নিম্ন ৩ অপনীত
জয় নিম্ন ৩ নিম্ন ৩ অপনীত প্রত্যাবর্তন নিম্ন ৩ নিম্ন ৩ নিম্ন ৩ সুরক্ষিত অব্যাহতি
মাহি সুরক্ষিত নিম্ন ৩ নিম্ন ৩ নিম্ন ৩ জয়ী জয়ী নিম্ন ৩ জয়ী নিম্ন ৩ অপনীত
ঐশ্বর্যা নিম্ন ৩ জয়ী জয়ী জয়ী নিম্ন ৩ জয়ী নিম্ন ৩ নিম্ন ৩ নিম্ন ৩ অপনীত
টিনা নিম্ন ৩ নিম্ন ৩ জয়ী নিম্ন ৩ সুরক্ষিত সুরক্ষিত নিম্ন ৩ অপনীত
ফাইজাল জয়ী নিম্ন ৩ নিম্ন ৩ জয়ী নিম্ন ৩ নিম্ন ৩ অপনীত
যুবরাজ জয়ী নিম্ন ৩ নিম্ন ৩ অপনীত
হিমানশু নিম্ন ৩ অপনীত
     এই প্রতিযোগী জয়লাভ করেছে।
     এই প্রতিযোগী রানার আপ হয়েছে।
     এই প্রতিযোগী চূড়ান্ত পর্বে বিদায় নিয়েছে।
     এই প্রতিযোগী "টিকেট টু ফাইনাল" জয়লাভ করেছে।
     অন্য তিনজন চূড়ান্ত প্রতিযোগী।
     এই প্রতিযোগী উক্ত সপ্তাহের কসরত জয়লাভ করেছে।
     এই প্রতিযোগীকে রোহিত বাঁচিয়েছে।
     প্রতিযোগিতায় না থাকা প্রতিযোগীদের নির্দেশ করে।
     প্রতিযোগিতায় ওয়াইল্ড-কার্ড হিসেবে প্রবেশকৃত প্রতিযোগীদের নির্দেশ করে।
     নিম্ন ৩ প্রতিযোগীদের নির্দেশ করে।
     এই প্রতিযোগী ভোটের মাধ্যমে অপনীত হয়েছে।
     এই প্রতিযোগী প্রতিযোগিতা হতে অব্যাহতি নিয়েছে।

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অর্জুন কাপুরের ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৭ ৩০শে জানুয়ারি হতে শুরু হবে"ইন্ডিয়া ওয়েস্ট। ২৮ জানুয়ারি ২০১৬। ১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৬ 
  2. "নতুন তারকা নিয়ে খাত্রোঁ কে খিলাড়ির নতুন মৌসুম"বিজনেস স্ট্যান্ডার্ড। ৩০ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৫ 
  3. "ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৭: অর্জুন কাপুর নতুন উপস্থাপক"দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ৩০ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৫ 
  4. "খাত্রোঁ কে খিলাড়ি: শান্ত, রোমাঞ্চ এবং আরও অনেক কিছু"দ্য টাইমস অব ইন্ডিয়া। ১ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৫ 
  5. "ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৭-এর বিজয়ী সিদ্ধার্থ শুক্লা"endemolshineindia.in (হিন্দি ভাষায়)। এন্ডেমল ভারত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯ 
  6. আইএএনএস (৪ এপ্রিল ২০১৬)। "সিদ্ধার্থ শুক্লা ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি ৭-এর শিরোপা জয়লাভ করেছেন" (হিন্দি ভাষায়)। মুম্বই। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯