বিষয়বস্তুতে চলুন

ফার্মগেট ফুট ওভার ব্রিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফার্মগেট ফুট ওভার ব্রিজ
ফার্মগেট ফুট ওভার ব্রিজ
স্থানফার্মগেটঢাকা,বাংলাদেশ
বৈশিষ্ট্য
নকশাজাতীয় সংসদ ভবন
ইতিহাস
চালু২০২৩
পরিসংখ্যান
টোলনা

ফার্মগেট ফুট ওভার ব্রিজ বাংলাদেশ রাজধানীর ঢাকা ফার্মগেট অবস্থিত পথচারীরা পারাপারের একটি ফুটওভার ব্রিজ।[১]

ইতিহাস[সম্পাদনা]

ফুটওভার ব্রিজটির নির্মাণ কাজ শুরু করা হয় ২০২২ সালে মে মাসে। এটি প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এর নির্মাণ হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এটি নির্মাণে অর্থ প্রদান করে। ২০ কোটি টাকা ব্যয়ে ফুটওভার ব্রিজ নির্মিত হয়।[২] ব্রিজটি উদ্বোধন করা হয় ২০২৩ সালে ১৫ অক্টোবর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের[৩]

নকশা[সম্পাদনা]

ফুটওভার ব্রিজটি জাতীয় সংসদ ভবনের সাথে মিল রেখে নকশা করা হয়। ফার্মগেট মোড় থেকে জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই কান শেরেবাংলা নগরের মাস্টারপ্ল্যানের শুরু হয় । ফুটওভার ব্রিজের নকশা করা হয় তাঁর স্থাপত্য চর্চায় অনুপ্রাণিত হয়ে।[৪]

নির্মাণ[সম্পাদনা]

ঢাকা এলিভেটর এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ ২০ কোটি টাকা অর্থায়ন ফুটওভার ব্রিজটি নির্মাণের জন্য। আর ব্রিজটি প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে ডিএনসিসির তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড।[৫] বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অর্থায়নে ফুটওভার ব্রিজ ব্রিজটিতে লম্বা ২০৬ ফুট ও প্রস্তের ২১ ফুট ওভারব্রিজটিতে চলন্ত সিঁড়ির সুবিধাসহ সার্বক্ষণিক সিটি ক্যামেরার আওতাধীন থাকবে।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফার্মগেটের নব-নির্মিত ফুটওভার ব্রিজ খুলে দেওয়া হয়েছে"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮ 
  2. প্রতিবেদক, নিজস্ব (১৯৭০-০১-০১)। "ফার্মগেটের ফুটওভার ব্রিজ চালু"dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮ 
  3. "ফার্মগেট ফুটওভার ব্রিজে যেন কোনো হকার না বসে: মেয়র আতিক"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২৩-১০-১৬। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮ 
  4. "ফার্মগেটের ফুটওভার ব্রিজে দোকান যেন না বসে, খেয়াল রাখার আহ্বান মেয়রের"ajkerpatrika.com। ২০২৩-১০-১৫। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮ 
  5. "২০ কোটি ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজ খুলে দেওয়া হলো রাজধানীতে"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮ 
  6. "উন্মুক্ত হলো ফার্মগেটে সংসদ ভবনের আদলে নান্দনিক ফুটওভার ব্রিজ"Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮