ফারুকীয়া মদীনাতুল উলুম মাদরাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফারুকীয়া মদীনাতুল উলুম মাদরাসা
ঠিকানা
মানচিত্র
তথ্য
অন্য নামফারুকীয়া মাদরাসা
ধরনবেসরকারি
প্রতিষ্ঠাকাল১৯৯৮; ২৬ বছর আগে (1998)
প্রতিষ্ঠাতাআলহাজ্ব ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুল করিম
অধ্যক্ষসাফওয়ান বিন হারুন আল-আজহারী
উপাধ্যক্ষমুসলিম উদ্দিন
শ্রেণীপ্লে - দশম
শিক্ষার্থী সংখ্যাআনু. ৫০০
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনআবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার
রং     পাঞ্জাবি এবং পায়জামা
অন্তর্ভুক্তি

ফারুকীয়া মদীনাতুল উলুম মাদরাসা চট্টগ্রাম উত্তর জেলার মীরসরাই থানায় অবস্থিত। এটি ১৯৯৮ সালে আলহাজ্ব ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুল করিম প্রতিষ্ঠা করেছিলো। এখানে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়ে থাকে। ভালো ফলাফলের দিক দিয়ে মীরসরাই থানার মধ্যে মাদরাসাটি এগিয়ে আছে।[১][২]

অবস্থান[সম্পাদনা]

ফারুকীয়া মদিনাতুল উলুম মাদরাসাটি চট্টগ্রাম উত্তর জেলার মীরসরাই থানা সংলগ্ন অছি মিয়া সেতুর ১০০ গজ পূর্বে, ২নং ওয়ার্ড, মীরসরাই পৌরসদরে অবস্থিত।[৩][৪]

শিক্ষক-শিক্ষার্থী[সম্পাদনা]

এ মাদরাসার বর্তমান অধ্যক্ষ সাফওয়ান বিন হারুন আল-আজহারী। বর্তমানে এ মাদরাসায় আনুমানিক ৫০০ থেকে ৬০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এখানে মাদরাসা বিভাগ, নূরানী বিভাগ, হিফজুল কুরআন বিভাগ রয়েছে। বরাবরের মতো মাদরাসাটি ফলাফলের দিক দিয়ে উপজেলার সেরা মাদরাসা হিসেবে তথা উত্তর চট্টগ্রামে অন্যতম সেরা মাদরাসা হিসেবে প্রশংসিত।

অবকাঠামো[সম্পাদনা]

মাদরাসার ভবনটি তিনতলা বিশিষ্ট। মাদরাসাটিতে শ্রেণীকক্ষের পাশাপাশি হোস্টেল এবং মসজিদ রয়েছে। ছাত্রছাত্রীদের খেলার জন্যে রয়েছে সুবিশাল মাঠ। প্রতি বছর প্রায় ৫০০ ছাত্রছাত্রী বিনামূল্যে বই পেয়ে থাকে এবং মাদরাসার ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্র শিক্ষার্থীদের সাহায্য করা হয়ে থাকে।[৫] ছাত্রছাত্রীদের সুপেয় পানির জন্য গভীর নলকূপ রয়েছে। সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পাঠদান করতে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়। পরিবহণের সুব্যবস্থা এবং নিরাপদ ও উন্নত হোস্টেল ব্যবস্থা রয়েছে‌। হিফজ বিভাগের হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদেরকে প্রতিবছর পাগড়ী প্রদান করা হয়ে থাকে।[৬]এছাড়াও প্রতিবছর খেলাধুলা এর আয়োজন করা হয়ে থাকে, এবং বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করা হয়ে থাকে।[৭][৮][৯][১০][১১]

কৃতিত্ব ও ফলাফল[সম্পাদনা]

মাদরাসাটিতে প্রতিবছর বোর্ড পরীক্ষায় পাশের হার ১০০% হয়ে থাকে।[১২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইবতেদায়ী সমাপনী বৃত্তি পরীক্ষার ফলাফল- মিরসরাইয়ে ফারুকীয়া মাদ্রাসার শতভাগ সাফল্য, বৃত্তি পেয়েছে ১৭জন"। www.mirsaraitimes.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১০ 
  2. "সাফল্যের ঝর্ণা ধারায় ফারুকীয়া ক্যাডেট মাদ্রাসা"। ctgpratidin.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১০ 
  3. "ফারুকীয়া মদীনাতুল উলুম মাদরাসার অবস্থান"www.samastabyabasa.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৬ 
  4. "ফারুকীয়া মদীনাতুল উলুম মাদরাসা এর অবস্থান"www.bizsouthasia.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৬ 
  5. "মিরসরাইয়ে ফারুকীয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও শীত বস্ত্র বিতরণ"। m.priyo.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১০ 
  6. "মীরসরাইয়ে ইফতার মাহফিল সম্পন্ন ও পাগড়ী প্রদান সম্পন্ন"banglakhaborbd.com। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৪ 
  7. "ফারুকীয়া মদীনাতুল উলুম মাদরাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান"www.ekusheypatrika.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৪ 
  8. "ফারুকীয়া মদিনাতুল উলুম মাদরাসা পুরস্কার বিতরণী সম্পন্ন"banglakhaborbd.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৬ 
  9. "ফারুকীয়া মদীনাতুল উলুম মাদরাসা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান"daily-destiny.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৬ 
  10. "মীরসরাইয়ে ফারুকীয়া মদীনাতুল উলুম মাদরাসায় পুরস্কার বিতরণী"dailydeshtottoh.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৬ 
  11. "ফারুকীয়া মদিনাতুল উলুম মাদরাসা পুরস্কার বিতরণী সম্পন্ন"bdprimedaily.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৬ 
  12. "মিরসরাইয়ে ফারুকীয়া মাদ্রাসার শতভাগ সাফল্য, ইবতেদায়ী বৃত্তি পেয়েছে ১৭জন"www.ctgjournal24.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]