ফাতিহ কারাগুমরুক স্পোর্টস ক্লাব
পূর্ণ নাম | ফাতিহ কারাগুমরুক স্পোর্তিদ ফালিয়েতলার | |||
---|---|---|---|---|
ডাকনাম | কারা কিরমিজি | |||
প্রতিষ্ঠিত | ১৯২৬ | |||
মাঠ | আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়াম | |||
ধারণক্ষমতা | ৭৬,৭৬১ | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | সুপার লিগ | |||
২০১৯–২০ | ৫ম (প্লে-অফের মাধ্যমে উত্তীর্ণ) | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ফাতিহ কারাগুমরুক স্পোর্তিদ ফালিয়েতলার (তুর্কি: Fatih Karagümrük Spor Kulübü; এছাড়াও ফাতিহ কারাগুমরুক স্পোর্টস ক্লাব নামে পরিচিত) হচ্ছে কারাগুমরুক ভিত্তিক একটি তুর্কি পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে তুরস্কের শীর্ষ স্তরের ফুটবল লিগ সুপার লিগে খেলে। এই ক্লাবটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ফাতিহ কারাগুমরুক তাদের সকল হোম ম্যাচ কারাগুমরুকের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৭৬,৭৬১। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন শেনোল চান এবং সভাপতির দায়িত্ব পালন করছেন সেরকান হুর্মা। তুর্কি রক্ষণভাগের খেলোয়াড় আরপারস্লান এরদেম এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "ক্লাবের অবস্থান"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০।
- ↑ "বর্তমান মৌসুমের দল"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (তুর্কি)