আঙ্কারাগুজু স্পোর্টস ক্লাব
![]() | ||||
পূর্ণ নাম | মাকিনা ভে কিমিয়া এন্দুসত্রিসি আঙ্কারাগুজু স্পোর কুলুবু | |||
---|---|---|---|---|
সংক্ষিপ্ত নাম | এজি | |||
প্রতিষ্ঠিত | ৩১ আগস্ট ১৯১০ (তুরান সানাতকারাঙ্গুজু হিসেবে) | |||
মাঠ | এরিয়ামান স্টেডিয়াম[১] | |||
ধারণক্ষমতা | ২২,০০০ | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | সুপার লিগ | |||
২০১৯–২০ | ১৮তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
মাকিনা ভে কিমিয়া এন্দুসত্রিসি আঙ্কারাগুজু স্পোর কুলুবু (তুর্কি: Makina ve Kimya Endüstrisi Ankaragücü; এছাড়াও এমকেই আঙ্কারাগুজু, আঙ্কারাগুজু স্পোর্টস ক্লাব অথবা শুধুমাত্র আঙ্কারাগুজু নামে পরিচিত) হচ্ছে আঙ্কারা ভিত্তিক একটি তুর্কি পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে তুরস্কের শীর্ষ স্তরের ফুটবল লিগ সুপার লিগে খেলে। এই ক্লাবটি ১৯১০ সালের ৩১শে আগস্ট তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। আঙ্কারাগুজু তাদের সকল হোম ম্যাচ আঙ্কারার এরিয়ামান স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২২,০০০।[৩] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফুয়াত চাপা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফাতিহ মের্ত। তুর্কি মধ্যমাঠের খেলোয়াড় কোরকান চেলিকায় এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]
ঘরোয়া ফুটবলে, আঙ্কারাগুজু এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি তুর্কি সুপার চ্যাম্পিয়নশিপ, ২টি তুর্কি কাপ, ১টি তুর্কি সুপার কাপ এবং ২টি টিএফএফ প্রথম লিগ শিরোপা রয়েছে।
অর্জন[সম্পাদনা]
- চ্যাম্পিয়ন (১): ১৯৪৯
- চ্যাম্পিয়ন (২): ১৯৭১–৭২, ১৯৮০–৮১
- রানার-আপ (৩): ১৯৭২–৭৩, ১৯৮১–৮২, ১৯৯০–৯১
- চ্যাম্পিয়ন (১): ১৯৮১
- রানার-আপ (১): ১৯৭২
- চ্যাম্পিয়ন (২): ১৯৬৮–৬৯, ১৯৭৬–৭৭
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "এরিয়ামান স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০।
- ↑ "ক্লাবের অবস্থান"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০।
- ↑ "এমকেই আঙ্কারাগুজু"। tff.org। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০।
- ↑ "বর্তমান দল: এমকেই আঙ্কারাগুজু"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (তুর্কি)