বিষয়বস্তুতে চলুন

ফরিদপুর উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফরিদপুর উচ্চ বিদ্যালয়
Faridpur High School
বিদ্যালয়ের প্রধান ফটক
ঠিকানা
মানচিত্র
স্টেশন রোড

,
৭৮০০

স্থানাঙ্ক২৩°৩৬′৩১″ উত্তর ৮৯°৫০′৩৪″ পূর্ব / ২৩.৬০৮৬৭৩৫° উত্তর ৮৯.৮৪২৬৪১৫° পূর্ব / 23.6086735; 89.8426415
তথ্য
প্রতিষ্ঠাকাল১৮৮৯; ১৩৪ বছর আগে (1889)
বিদ্যালয় বোর্ডঢাকা বোর্ড[১]
বিদ্যালয় জেলাফরিদপুর জেলা
ইআইআইএন১০৮৭২৯[১]
প্রধান শিক্ষকসিদ্দিকুর রহমান
লিঙ্গবালক
শ্রেণী৬ষ্ঠ-১০ম
ক্যাম্পাসসমূহ০১টি
আয়তন৪.১৬ একর (১৬,৮০০ মি)
ক্যাম্পাসের ধরনশহুরে
ক্রীড়া
  • ক্রিকেট
  • ফুটবল
  • হ্যান্ডবল
  • ভলিবল
ওয়েবসাইটfaridpurhighschool.edu.bd

প্রশাসনিক ভবন

ফরিদপুর উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Faridpur High School) ফরিদপুর শহরে অবস্থিত একটি প্রাচীন মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়‌।

ইতিহাস[সম্পাদনা]

ভার্নাকুলার বিদ্যালয় হিসেবে ১৮৫১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৮৮৯ সালে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

অবস্থান[সম্পাদনা]

বিদ্যালয়টি ফরিদপুর শহর থেকে প্রায় ০২ কিলোমিটার দূরে ফরিদপুর জিলা স্কুলের পশ্চিম দিকে স্টেশন রোডের পাশে অবস্থিত। বিদ্যালয়ের দক্ষিণ দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত।

অবকাঠামো[সম্পাদনা]

বিদ্যালয়ের মোট ভবনের সংখ্যা ০৫টি। এছাড়াও একটি শহিদ মিনার ও একটি খেলার মাঠ রয়েছে।

বিদ্যালয়ের শহিদ মিনার
বিদ্যালয়ের খেলার মাঠ

নিজস্ব মার্কেট[সম্পাদনা]

বিদ্যালয়ের নিজস্ব মার্কেট রয়েছে যার নাম ফরিদপুর উচ্চ বিদ্যালয় শপিং সেন্টার। মার্কেটটি ১৯৯৯ সালে স্থাপিত হয় এবং ২০০৭ সালে পুনরায় নির্মাণ করা হয়েছে।

বিদ্যালয়ের নিজস্ব মার্কেট

চিত্রশালা[সম্পাদনা]

প্রশাসনিক ভবন

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]