ফররুখ স্মৃতি পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফররুখ স্মৃতি পুরস্কার হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র কর্তৃক প্রদত্ত একটি পুরস্কার। পুরস্কারটি ১৯৯১ সাল হতে দুই বছর পরপর প্রদান করা হচ্ছে। সাহিত্য ও অন্যান্য বিষয়ে অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

ইতিহাস[সম্পাদনা]

সাংস্কৃতিক কার্যক্রমকে উন্নত করতে ১৯৮৮ সালের ৩রা জুন চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের স্থানীয় নাগরিকদের নিয়ে পুরস্কারটির কমিটি গঠিত হয়ে থাকে। কবি ফররুখ আহমদের নামে পুরস্কারটি ১৯৯১ সালে সংস্থাটি ফররুখ স্মৃতি পুরস্কার দেয়া শুরু করে। প্রতি দুই বছর পরপর বিশিষ্ট অবদানের জন্য কোন জাতীয় ব্যক্তিত্ব এ পুরস্কার লাভ করেন। পুরস্কার হিসেবে পুরস্কৃত ব্যক্তিত্বকে নগদ এক লক্ষ টাকা, সম্মাননা পত্র ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

On the occasion of Chattagram Sangskriti Kendro (চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র) 1st Farrukh Memorial Award 1991 (From right to left) Poet Mayukh Chowdhury, Poet Al Mahmood, Awarded Personnel Abdul Mannan Syed, Artist Sabih Ul Alam, CSK President Amirul Islam and Rhymists Muhammad Nasir Uddin are seen on the stage.
১৯৯১ সালে চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র প্রবর্তিত ফররুখ স্মৃতি পুরস্কারের প্রথম আয়োজনে (ডান থেকে বাম) কবি ময়ূখ চৌধুরী, কবি আল মাহমুদ, পুরস্কৃত ব্যক্তি আব্দুল মান্নান সৈয়দ, শিল্পী সাবিহ উল আলম, চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র সভাপতি আমিরুল ইসলাম এবং ছড়াকার মুহাম্মদ নাসির মঞ্চে দেখা যায় উদ্দিনকে।

মানবতার মহান কবি ফররুখ আহমদ নামাংকিত ফররুখ স্মৃতি পুরস্কারে ইতোপূর্বে ভূষিত হয়েছেন কবি ও সাহিত্য সমালোচক আবদুল মান্নান সৈয়দ (১৯৯১), গবেষক ও সম্পাদক শাহাবুদ্দীন আহমদ (১৯৯৩), কবি আল মাহমুদ (১৯৯৫), কথাশিল্পী শাহেদ আলী [১](১৯৯৭), কথাশিল্পী আবু রুশদ (১৯৯৯), কবি ও সমালোচক সৈয়দ আলী আহসান (২০০১), কবি ও সমালোচক মোহাম্মদ মাহফুজ উল্লাহ (২০০৩), নাট্যকার ড. আসকার ইবনে শাইখ (২০০৫), ভাষাতাত্ত্বিক-গবেষক প্রফেসর ড. কাজী দীন মুহম্মদ (২০০৭), নৃ-তাত্ত্বিক মনীষা প্রফেসর ড. এবনে গোলাম সামাদ (২০০৯), সংগীত শিল্পী ও লোক সংগীতের সংগ্রাহক শিল্পী মুস্তাফা জামান আব্বাসী (২০১১) এবং সঙ্গীত গবেষক অধ্যাপক আবু জাফর (২০১৩)।[২]

চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র প্রবর্তিত ফররুখ স্মৃতি পুরস্কার ২০২৩ পাচ্ছেন ‘ঝিলাম নদীর দেশ’ রচয়িতা প্রখ্যাত ভ্রমণকাহিনী লেখক কবি ও কথাশিল্পী বুলবুল সরওয়ার।[৩][৪][৫][৬] ইতিহাসনির্ভর ভ্রমণ কাহিনীতে বৈশ্বিক চিন্তার শৈল্পিক অবতারণা, কাব্য, কথাসাহিত্য ও অনুবাদ চর্চায় ঐতিহ্যানুসন্ধান, লালন এবং মরমে পৌঁছানোর অনন্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "স্মরণ: শাহেদ আলী"www.kalerkantho.com। ০৬ নভেম্বর, ২০১৫। সংগ্রহের তারিখ 2023-09-25  Authors list-এ |প্রথমাংশ1= এর |শেষাংশ1= নেই (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. Azadi, Dainik (২০২২-০৬-১১)। "ফররুখ স্মৃতি পুরস্কার পেলেন মুস্তাফা জামান আব্বাসী ও অধ্যাপক আবু জাফর"দৈনিক আজাদী (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১ 
  3. Swarup (২০২৩-০৯-২১)। "কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার পাচ্ছেন ফররুখ স্মৃতি পুরস্কার"দৈনিক আজাদী (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২২ 
  4. দিগন্ত, Daily Nayadiganta-নয়া। "কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার পাচ্ছেন ফররুখ স্মৃতি পুরস্কার"Daily Nayadiganta (নয়া দিগন্ত) : Most Popular Bangla Newspaper। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১ 
  5. sangbad, ctg (২০২৩-০৯-২০)। "কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার পাচ্ছেন ফররুখ স্মৃতি পুরস্কার ২০২৩"CTG SANGBAD24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১ 
  6. "ফররুখ স্মৃতি পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার"পাঠক নিউজ (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৯-২১। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১