বিষয়বস্তুতে চলুন

প্রশমন বিক্রিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একটি[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] শক্তিশালী অ্যাসিড-স্ট্রং বেস নিরপেক্ষকরণের টাইট্রেশনের (ফেনোলফথালিন ব্যবহার করে) অ্যানিমেশন। সমতা বিন্দুটি লাল হিসাবে বর্ণিত হয়েছে।

যে রাসায়নিক বিক্রিয়ার এসিড ও ক্ষার যুক্ত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। এই বিক্রিয়াকে এসিড-ক্ষার বিক্রিয়াও বলে। বিক্রিয়া তাপ উৎপাদী বা তাপহারী, উভয় প্রকারেরই হতে পারে। সাধারণত এসিড বা ক্ষারের দুর্বলতা বা সবলতার উপর তা নির্ভরশীল। প্রশমন বিক্রিয়ায় দর্শক আয়ন উপস্থিত থাকে। প্রশমন বিক্রিয়া মূলত এসিড ও ক্ষারের বিক্রিয়া। এসিড হতে H+ ও ক্ষার হতে OH- আয়ন আসে। ক্ষার উভয়ই তীব্র হলে এই তাপের মান ΔH = -57.34 Kj।

  • NaOH + HCl = NaCl + H2O; ΔH = -57.34 Kj

তথ্যসূত্র

[সম্পাদনা]

আরও পড়ুন

[সম্পাদনা]