প্রভা সিনহা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রভা সিনহা
জন্ম (1950-04-16) ১৬ এপ্রিল ১৯৫০ (বয়স ৭৩)
অন্যান্য নামপুট্টু
পেশাঅভিনেত্রী

প্রভা সিনহা (জন্ম: ১৬ই এপ্রিল ১৯৫০) হলেন একজন ভারতীয় চলচ্চিত্রটেলিভিশন অভিনেত্রী। তিনি এমন সময়ে টেলিভিশন জগতে অভিনয় করেছেন, যে সময় টেলিভিশন ধারাবাহিক ততটা জনপ্রিয় ছিল না। ১৯৯৫ সালে তিনি শোভা দে রচিত মহেশ ভাটের স্বভিমান-এ অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

জীবনী[সম্পাদনা]

প্রভা সিনহা ১৯৫০ সালের ১৫ই এপ্রিল তারিখে জন্মগ্রহণ করেছেন। তিনি রায় বাহাদুর মুক্তেশ্বর প্রসাদের নাতনী। তিনি সাম্মানিক সহ সমাজবিজ্ঞানে প্রথম শ্রেণীর প্রথম হয়ে তাঁর শিক্ষা সম্পন্ন করেছিলেন। তাঁর পরিবারের বেশিরভাগ ব্যক্তি চিকিৎসক এবং আইনজীবী হওয়া সত্ত্বেও তিনি তাঁর দুই মেয়ের (বর্তমানে উভয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সফটওয়্যার প্রকৌশলী) জন্মের পরে, দুর্ঘটনাক্রমে টেলিভিশন জগতে প্রবেশ করেছিলেন। তিনি সামাজিক কাজ করতেও পছন্দ করেন।[১]

টেলিভিশন[সম্পাদনা]

দীপক পরাশরের বিপরীতে টেলিভিশন ধারাবাহিক স্বভিমান-শীলা চরিত্রে অভিনয়ের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। এই ধারাবাহিকটি ডিডি ন্যাশনালের প্রচারিত টেলিভিশন ধারাবাহিকগুলির জনপ্রিয়তার দিক থেকে শান্তির পরেই অবস্থান করতো। এটি পরে স্টার প্লাসে প্রচারিত হয়েছিল। তিনি ইতিহাস নামক অন্য আরেকটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছিলেন, এটি ডিডি ন্যাশনালে প্রচারিত বালাজির প্রথম টেলিভিশন ধারাবাহিক ছিল। ইতিহাস তিন বোনের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল, যাদের মধ্যে একটি চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। এর পরে জি টিভিতে প্রচারিত পরম্পরা-তে অভিনয় করেছেন, যেটি সিদ্ধান্ত সিনে ভিশন প্রযোজনা (মনীষ গোস্বামী) করেছিল।[২] প্রভার আর একটি উল্লেখযোগ্য অভিনয় ছিল স্টার প্লাসে টেলিভিশন সিরিয়ালপলছিন-এ, যেটি নীনা গুপ্তা পরিচালনা করেছিলেন।[৩] এই ধারাবাহিকে তিনি অরুণ গোভিলমোহন ভাণ্ডারির বিপরীতে অভিনয় করেছিলেন। অতঃপর তিনি ডিডি ন্যাশনালে প্রচারিত আওরত নামক ধারাবাহিকে অভিনয় করেছিলেন,যেটি বি আর চোপড়া প্রোডাকশনের অধীনে নির্মিত ছিল। অতঃপর জি টিভিতে প্রচারিত জমীর নামক ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন, যেখানে তিনি বীরেন্দ্র সিং ও মোহন গোখলের বিপরীতে অভিনয় করেছিলেন।

চলচ্চিত্র[সম্পাদনা]

প্রভা সিনহা মাদার ৯৮ নামক একটি চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন, যেখানে তিনি বলিউডের চলচ্চিত্র তারকা জিতেন্দ্রর বিপরীতে অভিনয় করেছিলেন, এছাড়াও এই চলচ্চিত্রে রেখা, রাকেশ রোশন এবং রণধীর কাপুর অভিনয় করেছিলেন এবং এই চলচ্চিত্রটির পরিচালনা করেছিলেন সাওয়ান কুমার। এরপরে তিনি গুড বয় ব্যাড বয় নামক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন;[৪] যেটি সুভাষ ঘাই প্রযোজনা করেছিলেন এবং যেখানে তিনি ইমরান হাশমির মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে অমৃত (যেটি একটি এনএফডিসি চলচ্চিত্র ছিল) এবং আখীর (যেটি ভীষ্ম কোহলি পরিচালনা করেছিলেন)।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Indians in US back Hazare with fasts, candlelight vigils"Times of India। ১০ এপ্রিল ২০১১। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Manish's 15 years of TV"। Times of India। ২১ এপ্রিল ২০১০। ১০ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০ 
  3. "Bold and dutiful"। The Hindu। ২৫ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০ 
  4. "Good Boy Bad Boy"। Indian Express। ১২ মে ২০০৭। ১৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]