প্রবেশদ্বার:বাহরাইন
![]() |
স্বাগতম বাহরাইন
প্রবেশদ্বারে |
বাহরাইন
বাহরাইন মধ্যপ্রাচ্যের একটি দ্বীপ রাষ্ট্র। বাহরাইন পারস্য উপসাগরের পশ্চিম অংশের ৩৬টি দ্বীপ নিয়ে গঠিত। এর পূর্বে সৌদী আরব ও পশ্চিমে কাতার। সবচেয়ে বড় দ্বীপটিও বাহরাইন নামে পরিচিত এবং এতে দেশটির বৃহত্তম শহর ও রাজধানী মানামা অবস্থিত।
প্রায় ৫,০০০ বছর আগেও বাহরাইন একটি বাণিজ্য কেন্দ্র ছিল। সবসময়ই এটি শক্তিশালী প্রতিবেশীদের অধীনস্থ ছিল। ১৭শ শতকে এটি ইরানের দখলে আসে। ১৭৮৩ সালে মধ্য সৌদী আরবের আল-খলিফা পরিবার নিজেদেরকে বাহরাইনের শাসক হিসেবে প্রতিষ্ঠা করে এবং তখন থেকে তারাই দেশটিকে শাসন করে আসছে।
নির্বাচিত নিবন্ধ
বাহরাইনী রন্ধনশৈলী বাহরাইনে প্রচলিত খাদ্য ও পানীয়ের সমন্বয়ে গড়ে উঠেছে। বাহরাইনের রন্ধনশৈলীতে উল্লেখযোগ্য স্থানদখল করে আছে এরকম খাবারের মধ্যে আছে বিরিয়ানি, হারীস, খাবীসা, মাকবুস, মাহ্যোয়া, মাগলুবা, কৌজি এবং জালাবিয়া। কাহওয়াহ এদের জাতীয় পানীয়।
বাহরাইন পারস্য উপসাগরের পশ্চিম তীরের একটি ছোট দ্বীপদেশ। বাহরাইনের রন্ধনশৈলী মূলত আরবীয়, পারস্যদেশীয়, ভারতীয়, বেলুচী, আফ্রিকীয়, দূরপ্রাচ্য এবং ইউরোপীয় খাবারের প্রভাবে প্রভাবিত। প্রাচীনকাল থেকে বাহরাইন একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর এবং বিভিন্ন জাতীর ব্যবসাকেন্দ্র হিসেবে কাজ করেছে।
আপনি জানেন কি...
- ... বাহরাইনের পাঁচটি সংরক্ষিত অঞ্চলের মধ্যে শুধুমাত্র আল আরীন স্থলে অবস্থিত?
- ... বাহরাইন দুর্গের পরে বাহরাইনের মুক্তা অঞ্চল ইউনেস্কো ঘোষিত বাহরাইনের দ্বিতীয় বিশ্ব ঐতিহ্য স্থান?
- ... বাহরাইনের অর্থনীতির কেন্দ্রবিন্দু মানামা?
- ... বাহরাইন ৩৩ টি দ্বীপের সমন্বয়ে গঠিত যার মধ্যে বড় দ্বীপ হলো বাহরাইন দ্বীপ?
- ...
নির্বাচিত জীবনী
নির্বাচিত চিত্র
![]() | |
মানামার রাস্তা ও অট্টালিকা |