প্রবেশদ্বার:বলিউড/নির্বাচিত অভিনেতা/৭
অজয় দেবগন হলেন একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক। তিনি হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা, যিনি একশরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে রয়েছে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চারটি ফিল্মফেয়ার পুরস্কার। তিনি ২০১৬ সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন৷ চলচ্চিত্র পরিচালক বীরু দেবগনের পুত্র অজয় ১৯৯১ সালে ফুল অউর কাঁটে ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন এবং এই কাজের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন৷ প্রথম চলচ্চিত্রের ব্যবসায়িক সফলতার পর তিনি জিগার (১৯৯২), বিজয়পথ (১৯৯৪), দিলওয়ালে (১৯৯৪), সোহাগ (১৯৯৪), হকীকত (১৯৯৫), নাজায়েয (১৯৯৫), এবং ইশ্ক (১৯৯৭)-এর মত বহু ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৮ সালে তিনি মহেশ ভাটের সমাদৃত নাট্যধর্মী জখম ছবিতে অভিনয় করে তার প্রথম শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন৷ তার দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসে রাজকুমার সন্তোষীর দ্য লেজেন্ড অব ভগৎ সিং (২০০৩) ছবিতে ভগৎ সিং চরিত্রে অভিনয়ের জন্য।