বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:ইউরোপীয় ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


ইউরোপীয় ইউনিয়ন প্রবেশদ্বারে স্বাগতম!

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এর অধীনে অভিন্ন মূদ্রা (ইউরো), ইউরোপীয় সংসদ, ইত্যাদি অনেক বিষয় রয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৭টি।

প্রধান পাতা সংস্থাপনসমূহ যোগ্যতাসমূহ কাঠামোগত বিবর্তন বিষয়শ্রেণীসমূহ

নির্বাচিত নিবন্ধসম্পাদনা

১৯৮৫ সালে সেনগেন চুক্তি হচ্ছে ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটি চুক্তি যা অংশগ্রহণকারী দেশগুলো পরস্পরের সীমান্ত উন্মুক্ত রাখবে এবং সীমান্ত পরীক্ষা বাতিল করবে। এছাড়াও রয়েছে ব্যক্তি অস্থায়ী প্রবেশ নীতি, সমন্বয়ে বহিস্থ সীমান্ত নিয়ন্ত্রণ এবং আন্তঃসীমান্ত পুলিশ সহযোগিতা। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র্যসমূহ এবং তিনটি অ-ইইউ সদস্য রাষ্ট্র্যসমূহ যাদের মধ্যে রয়েছে আইসল্যান্ড, নরওয়েসুইজারল্যান্ড, মোট ৩০টি রাষ্ট্র্যসমূহ রয়েছে যাদের মধ্যে ২৬টি রাষ্ট্র্যসমূহ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডযুক্তরাজ্য শুধুমাত্র পুলিশ সহযোগিতামূলক কাজে অংশ গ্রহণ করেছে এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও ভিসা বিধানসমূহ অংশ গ্রহণ করেনি। সেনগেন দেশগুলোর মধ্যে সীমান্ত পাহাড়া সরানো হয়েছে এবং একটি সাধারণ 'সেনগেন ভিসা' পর্যটক বা দর্শকদেরকে সেনগেন চুক্তিভূক্ত রাষ্ট্র্যসমূহে ভিসা ছাড়াই যাতে সক্ষম।

মূলত, ১৪ই জুন ১৯৮৫ সালে ইউরোপের দেশগুলো (বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, ও নেদারল্যান্ডস) এই চুক্তি স্বাক্ষরিত হয়।

নির্বাচিত শহরসম্পাদনা

"প্রবেশদ্বার:ইউরোপীয় ইউনিয়ন/শহরসমূহ/৫" নামক কোন পাতার অস্তিত্ব নেই।

নির্বাচিত চিত্রসম্পাদনা
সদস্য রাষ্ট্রসমূহসম্পাদনা

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রসমূহ হচ্ছে:

আপনি জানেন কি?সম্পাদনা
বৈশিষ্ট্যযুক্ত সূচীপত্রসম্পাদনা
সম্পর্কিত প্রবেশদ্বারসমূহসম্পাদনা
সংযুক্ত উইকিমিডিয়াসম্পাদনা


উইকিসংবাদে ইউরোপীয় ইউনিয়ন
উন্মুক্ত সংবাদ উৎস


উইকিউক্তিতে ইউরোপীয় ইউনিয়ন
উক্তি-উদ্ধৃতির সংকলন


উইকিবইয়ে ইউরোপীয় ইউনিয়ন
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল


উইকিঅভিধানে ইউরোপীয় ইউনিয়ন
অভিধান ও সমার্থশব্দকোষ


উইকিউপাত্তে ইউরোপীয় ইউনিয়ন
উন্মুক্ত জ্ঞানভান্ডার


উইকিভ্রমণে ইউরোপীয় ইউনিয়ন
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা