পোস্ত (চলচ্চিত্র)
পোস্ত | |
---|---|
পরিচালক | শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় |
প্রযোজক | ইউন্ডোজ |
শ্রেষ্ঠাংশে | |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
আয় | ₹ ৮ কোটি (ইউএস$ ০.৯৮ মিলিয়ন)[২][৩][৪] |
পোস্ত হল পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় , যিশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী ও পরান বন্দ্যোপাধ্যায়। ২০১৭ সালের ১২ শে মে ছবিটি মুক্তি পায়। ছবিটি দেশে ও বিদেশে (যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, দুবাই, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস) একই দিনে মুক্তি পায়। চলচ্চিত্রটি বাংলার ছাড়া সারা ভারতে ১০০ টি হলে মুক্তি পায় যা বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে এক ইতিহাস সৃষ্টি করবে।[৫] চলচ্চিত্রটি বাঙালি সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের কাহিনী মোহনবিল অবলম্বনে তৈরী। কিন্তু পরিচালকদ্বয় কাহিনীকারের নাম উল্লেখ না করায় সংবাদমাধ্যমে সমালোচিত হয়েছিলেন।[৬][৭][৮]
অভিনয়ে
[সম্পাদনা]মুক্তি
[সম্পাদনা]চলচ্চিত্রটি বিশ্ব জুড়ে মুক্তি পায় ২০১৭ সালের ১২ মে। চলচ্চিত্রটি দেশে ও দেশের বাইরে ইউরোপের বিভিন্ন দেশ ও উত্তর আমেরিকার যুক্তরাষ্ট ও কানাডাতে একই সাথে মুক্তি পায়।
আয়
[সম্পাদনা]চলচ্চিত্রটি প্রথম দিনে ₹০.২০ কোটি টাকা আয় করে। প্রথম চার দিনে চলচ্চিত্রটির আয় ছিল ₹১ কোটি। প্রথম দুই সপ্তাহে ছবিটা ₹ ৩.৫ কোটি (ইউএস$ ৪,২৭,৮১৫.৫) টাকা আয় করে। চার সপ্তাহ শেষে ছবিটি শুধু পশ্চিমবঙ্গে ₹ ৫.৫ কোটি (ইউএস$ ০.৬৭ মিলিয়ন) টাকা আয় করেছে। বিশ্ব জুড়ে ছবিটি প্রথম চার সপ্তাহে আয় করেছে ₹ ৭ কোটি (ইউএস$ ০.৮৬ মিলিয়ন) টাকা।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ওরা নিনেমাকে বাঁচিয়ে রাখতে জানে"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ https://web.archive.org/web/20170817081844/http://www.epaper.eisamay.com/Details.aspx?id=32352&boxid=15131326। ১৭ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৭।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ "posto's success is special for us said jisshu sengupta and and mimi chakraborty ('পোস্ত'র সাফল্যটা স্পেশ্যাল, বললেন মিমি-যিশু), ১৪ দিনের হিসাবে ৩.৫ কোটির মত ব্যবসা করেছে ছবিটি"।
- ↑ "Posto creates history, makes 1 crore in 4 days"।
- ↑ "জাতীয় স্তরে প্রায় ১০০ টি হলে মুক্তি পাবে 'পোস্ত'"।
- ↑ "'পোস্ত', 'প্রাক্তন'এ ব্রাত্য সুচিত্রা"। kolkata24x7.com। ১৮ মে ২০১৭। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৭।
- ↑ পারমিতা মুখোপাধ্যায়। "প্রাক্তন'ও 'পোস্ত'-র গল্প চুরি করেছেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি!"। উনিশ কুড়ি। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সুচিত্রার নামটা দিলে কি খুব ক্ষতি হয়ে যেত!"। bengaltimes.in। ২৫ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]