পোয়াইলাও বসুমাতারাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পোয়াইলাও বসুমাতারাই
পরিসংখ্যান
বিবেচনা/গণ্য৬৪ কেজি
জাতীয়তাভারতীয়
জন্ম (1993-03-05) ৫ মার্চ ১৯৯৩ (বয়স ৩১)
চিরাং জেলা, আসাম, ভারত
অবস্থানঅর্থোডক্স
পদকের তথ্য
মহিলাদের অপেশাদার বক্সিং
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান চ্যাম্পিয়নশিপ
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৫ উলানচাবু ফেদারওয়েট

পোয়াইলাও বসুমাতারাই (জন্ম ৫ই মার্চ ১৯৯৩) হলেন একজন ভারতীয় বক্সার।[১] তিনি ৬৪ কেজি ওজন বিভাগে অংশগ্রহণ করেন।[২] তিনি ২০১১ সালে এন্টালিয়াতে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন (অপেশাদার) মহিলা যুব ও জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।[৩] তিনি গুয়াহাটিতে ২য় ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন।[৪] তিনি জার্মানির কোলোন বক্সিং বিশ্বকাপে রৌপ্য পদক জিতেছিলেন।[৫] তিনি বুলগেরিয়ার ৭০তম স্ট্র্যান্ডজা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন।[৬]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

পোয়াইলাও বসুমাতারাই একটি কৃষক পরিবারে জন্ম নিয়ে আসামের চিরাং জেলার মোজাব বারির একটি প্রত্যন্ত গ্রাম হুপপাড়ায় বড় হয়েছেন।[৭] তিনি নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁর পিতার নাম টেংউনা বসুমাতারাই এবং মাতার নাম সুনীলা বসুমাতারাই।[২] তাঁর শৈশব ক্ষুধা ও দারিদ্রের সাথে লড়াই করে কেটেছিল, শুধু তাই নয়, এরপরে তাঁর পরিবার ২০১২ আসাম সহিংসতার শিকার হয়েছিল।[৮] তাঁর ক্রীড়া কর্মজীবন কোকরাঝাড়ের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার স্পেশাল এরিয়া গেমস সেন্টারে এসে আকৃতি নিতে শুরু করে।[৯] এরপরে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি।

পোয়াইলাও বসুমাতারাইয়ের অর্জন[সম্পাদনা]

  • ২০১৬ সালের জানুয়ারী মাসে সার্বিয়ার রুমাতে ৫ম এআইবিএনেশনস কাপে সোনা জিতেছেন।
  • ২০১৫ সাল: চীনের উলানচাবুতে এশিয়ান কনফেডারেশন মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন। তিনি চীনের টুর্নামেন্টে পদক জয়ী দেশের ছয়জন বক্সারদের মধ্যে একজন।
  • ২০১৯ সালে জার্মানির কোলোন বিশ্বকাপে রৌপ্য।
  • ২০১৯ সালে বুলগেরিয়ার সোফিয়াতে ৭০তম স্ট্র্যান্ডজা বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ।
  • ২০১৯ সালে কর্ণাটকের বিজয়নগরে ৩য় এলিট মহিলা ন্যাশানালে স্বর্ণ।[১০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About the Awardee: Pwilao Basumatary"। NDTV। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১ 
  2. "Indian Boxing Federation Boxer Details"www.indiaboxing.in। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১১ 
  3. "About the Awardee: Pwilao Basumatary"। NDTV। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১ 
  4. "Mary Kom, Shiva Thapa, Jamuna Boro dominate finals of the India Open International Boxing Tournament"। NDTV। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯ 
  5. "Cologne Boxing WC: Meena Bags Gold, India Finishes With 5 Medals" (ইংরেজি ভাষায়)। ২৭ ফেব্রুয়ারি ২০২২। ১৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৯ 
  6. "Assam boxers Lovlina Borgohain and Pwilao Basumatary bag bronze in Bulgaria" (ইংরেজি ভাষায়)। ১৯ ফেব্রুয়ারি ২০১৯। 
  7. "About the Awardee: Pwilao Basumatary"। NDTV। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১ 
  8. "About the Awardee: Pwilao Basumatary"। NDTV। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১ 
  9. "About the Awardee: Pwilao Basumatary"। NDTV। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১ 
  10. "PWILAO BASUMATARYBoxing Federation of India" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১১