পৃথিবী মাঝি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পৃথিবী মাঝি
মাঝি (বামে) ২০১৪ সালে
রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা, শ্রম ও কর্মসংস্থান এবং চা-উপজাতি কল্যাণ মন্ত্রী
কাজের মেয়াদ
২০১১ - ২৩ জানুয়ারি ২০১৫
মুখ্যমন্ত্রীতরুণ গগৈ
জলসম্পদ, শ্রম ও কর্মসংস্থান এবং চা-উপজাতি কল্যাণ মন্ত্রী, আসাম সরকার
কাজের মেয়াদ
২০০৮ - ২০১১
মুখ্যমন্ত্রীতরুণ গগৈ
আসাম বিধানসভার স্পিকার
কাজের মেয়াদ
৩০ মে ২০০১ - ১৯ মে ২০০৬
ডেপুটিটঙ্ক বাহাদুর রাই
পূর্বসূরীগণেশ কুটুম
উত্তরসূরীটঙ্ক বাহাদুর রাই
আসাম বিধানসভার ডেপুটি স্পিকার
কাজের মেয়াদ
২৩ মার্চ ১৯৯৩ - ১১ মে ১৯৯৬
স্পিকারদেবেশ চন্দ্র চক্রবর্তী
পূর্বসূরীদেবেশ চক্রবর্তী
উত্তরসূরীনুরুল হুসাইন
সংসদ সদস্য, রাজ্যসভা
কাজের মেয়াদ
১০ এপ্রিল ১৯৮৪ - ৯ এপ্রিল ১৯৯০
আসাম বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
১৯৯৬ - ২০১৬
পূর্বসূরীHaren Bhumij
উত্তরসূরীRituparna Baruah
সংসদীয় এলাকাLahowal
কাজের মেয়াদ
১৯৯১ - ১৯৯৬
পূর্বসূরীAtul Chandra Koch
উত্তরসূরীAtuwa Munda
সংসদীয় এলাকাTingkhong
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1951-01-24) ২৪ জানুয়ারি ১৯৫১ (বয়স ৭৩)
ডিব্রুগড়, আসাম, ভারত
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
দাম্পত্য সঙ্গীAnita Majhi (বি. ১৯৭৮)
Tarulata Kakoti Majhi
(বি. ১৯৯৭)
সন্তান4
পিতামাতাBirsingh Majhi (Father)
Sita Majhi (Mother)

পৃথিবী মাঝি একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি একজন সংসদ সদস্য ছিলেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্বকারী ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় আসামের প্রতিনিধিত্ব করেন।[১][২][৩] তিনি আসাম বিধানসভার ডেপুটি স্পিকার এবং স্পিকার এবং তরুণ গগৈ মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন।[৪][৫][৬][৭][৮]

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

পৃথিবী মাঝি ১৯৫১ সালের ২৪ জানুয়ারি প্রয়াত বীরসিংহ মাঝি এবং সীতা মাঝির ঘরে জন্মগ্রহণ করেন। মাঝি ডিব্রুগড়ের ডিএইচএসকে কলেজ থেকে বিএ এবং গৌহাটি বিশ্ববিদ্যালয়ের দিসপুর আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন।[৯]

রাজনৈতিক পেশা[সম্পাদনা]

মাঝি প্রথম ১৯৯১ সালে টিংখং থেকে বিধানসভায় নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে তিনি লাহোয়ালের হয়ে নির্বাচিত হন। তখন তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। ১৯৯৩ সালে তাকে ডেপুটি স্পিকার এবং ২০০১ সালে তাকে স্পিকার করা হয়।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তিনি প্রথমে প্রয়াত অনিতা মাঝিকে বিয়ে করেন। তার মৃত্যুর পর, তিনি পরবর্তীতে ১০ ডিসেম্বর ১৯৯৭ সালে ডাঃ তরুলতা কাকোটি মাঝিকে বিয়ে করেন। তার এবং তার দ্বিতীয় স্ত্রীর ২ কন্যা এবং ২ পুত্র ছিল। তার স্ত্রী ডিব্রুগড় নার্সিং কলেজের ভাইস প্রিন্সিপাল। মাঝি ২০১২ সালে তার বাবার স্মরণে স্ত্রীকে ১ম বীরসিংহ মাঝি পুরস্কার দেন।[১০]

পদ[সম্পাদনা]

  • সম্পাদক, আসাম চা বাগান উপজাতি ছাত্র সমিতি, (১৯৬৮ থেকে ১৯৭৮)
  • সাধারণ সম্পাদক, অল আসাম সাঁওতাল কমিটি
  • ডেপুটি চিফ এক্সিকিউটিভ কাউন্সিলর, ডিব্রুগড় মাহকুমা পরিষদ, ডিব্রুগড় (১৯৭৯-৮৩)
  • প্রধান প্রশাসক, ডিব্রুগড় মাহকুমা পরিষদ (১৯৮৩-৮৪)
  • ওয়ার্কিং কমিটির সদস্য, INTUC (আসাম শাখা)।
  • সহ-সভাপতি, আসাম চাহ মজদুর সংঘ (আইএনটিইউসি-এর সাথে সংযুক্ত), (১৯৯৩-১৯৯৬)
  • সদস্য, ওয়ার্কিং কমিটি, আসাম চাহ মজদুর সংঘ
  • উপদেষ্টা, আদিবাসী সামাজিক-শিক্ষা ও সাংস্কৃতিক সমিতি, আসাম
  • ভাইস চেয়ারম্যান, আসাম চা কর্মচারী কল্যাণ বোর্ড (১৯৯১-১৯৯৩)
  • সাধারণ সম্পাদক, আসাম টি এমপ্লয়িজ ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ অর্গানাইজেশন লিমিটেড (ATEICOL) এমপ্লয়িজ ইউনিয়ন (১৯৭৮-১৯৮৩)।
  • সদস্য, রাজ্যসভা, (১৯৮৪-১৯৯০)।
  • ১৯৯১-১৯৯৬ মেয়াদে ১১৯-টিংখং নির্বাচনী এলাকা থেকে বিধানসভার সদস্য।
  • চেয়ারম্যান, আসাম স্টেট টেক্সটাইল কর্পোরেশন (১৯৯১-১৯৯৩)
  • ডেপুটি স্পিকার, আসাম বিধানসভা (১৯৯৩-১৯৯৬)
  • ১১৭-লাহোয়াল নির্বাচনী এলাকা থেকে বিধানসভার সদস্য (১৯৯৬-২০০১)।
  • সাধারণ সম্পাদক, আসাম প্রদেশ কংগ্রেস কমিটি (আই) ১৯৯৭ সালে।
  • অনারারি সদস্য, অল ইন্ডিয়া সাঁওতাল লেখক সমিতি।
  • সহ-সভাপতি, আসাম চা এবং প্রাক্তন চা উপজাতি, সাহিত্য শিল্প ও সাংস্কৃতিক পরিষদের অধীনে শ্রীমন্ত শঙ্করদেব কালা ক্ষেত্র, গুয়াহাটি।
  • ২০০১-২০০৬ মেয়াদে ১১৭-লাহোয়াল নির্বাচনী এলাকা থেকে বিধানসভার সদস্য
  • আসাম বিধানসভার নির্বাচিত স্পিকার, ২০০১।
  • চেয়ারম্যান, NERCPA, ২০০২
  • চেয়ারম্যান, নর্থ ইস্ট রিজিওনাল ইনস্টিটিউট অফ পার্লামেন্টারি স্টাডিজ, ট্রেনিং অ্যান্ড রিসার্চ (২০০২-২০০৬)।
  • ২০০৬-২০১১ মেয়াদে ১১৭-লাহোয়াল নির্বাচনী এলাকা থেকে বিধানসভার সদস্য
  • ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত আসাম সরকারের পরিকল্পনা ও উন্নয়ন, শ্রম ও কর্মসংস্থান এবং চা-উপজাতি কল্যাণ মন্ত্রী।
  • মন্ত্রী, জলসম্পদ, শ্রম ও কর্মসংস্থান এবং চা-জনজাতি কল্যাণ, আসাম সরকার, ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত।
  • সভাপতি, আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল ২০০৮ থেকে।
  • ওয়ার্কিং কমিটিতে স্থায়ী আমন্ত্রিত, INTUC (আসাম শাখা)
  • ওয়ার্কিং কমিটিতে স্থায়ী আমন্ত্রিত, আসাম চাহ মজদুর সংঘ।
  • ২০১১-এ ১১৭-লাহোয়াল নির্বাচনী এলাকা থেকে আসাম বিধানসভার নির্বাচিত সদস্য।
  • ২০১১ সালে আসাম বিধানসভার কংগ্রেস লেজিসলেটিভ পার্টির ডেপুটি লিডার নির্বাচিত হন।
  • মন্ত্রী, রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা, শ্রম ও কর্মসংস্থান এবং চা-উপজাতি কল্যাণ, আসাম সরকার, ২০১১-২০১৫ থেকে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (পিডিএফ)Rajya Sabha। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২০ 
  2. Rajat Sethi; Shubhrastha (২৩ নভেম্বর ২০১৭)। The Last Battle of Saraighat: The Story of the BJP's Rise in the North-east। Penguin Random House India Private Limited। পৃষ্ঠা 147–। আইএসবিএন 978-93-87326-32-3। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২০ 
  3. India. Parliament. Rajya Sabha (২০০৩)। Rajya Sabha Members: Biographical Sketches, 1952-2003। Rajya Sabha Secretariat। পৃষ্ঠা 192। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২০ 
  4. "Who's Who"assamassembly.gov.in। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৮ 
  5. "Assam Legislative Assembly - Speaker since 1937"assamassembly.gov.in। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৮ 
  6. "List of Speakers since 1937"assamassembly.gov.in। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৮ 
  7. "List of Deputy Speakers since 1937"assamassembly.gov.in। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৮ 
  8. "Tarun Gogoi reshuffles Assam ministry, 11 cabinet ministers join"Firstpost। ২০১৫-০১-২৩। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৮ 
  9. Guptā, Ramaṇikā (২০০৬)। Indigenous Writers of India: North-East India (ইংরেজি ভাষায়)। Concept Publishing Company। আইএসবিএন 978-81-8069-300-7 
  10. "Birsingh Majhi Media Fellowship awarded"TIMES OF ASSAM (ইংরেজি ভাষায়)। ২০১২-০২-২১। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৮