পূর্ব কামরূপ মহাবিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পূর্ব কামরূপ মহাবিদ্যালয়
ধরনরাজহুবা
স্থাপিত১৯৭২ (1972)
অধ্যক্ষড০ বলেন্দ্র কুমার দেব চৌধুরী
অবস্থান, ,
অধিভুক্তিগুয়াহাটি বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটwww.pubkamrupcollege.co.in
মানচিত্র

পূর্ব কামরূপ মহাবিদ্যালয় কামরূপ জেলার বাইহাটা চারিআলিতে অবস্থিত একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান।[১] অঞ্চলটির কয়েকজন শিক্ষাবিদের উদ্যোগে ১৯৭২ সালে মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়-এর অধীনস্থ এই মহাবিদ্যালয়টি বিভিন্ন দিকে সুনাম অর্জন করে বর্তমান সময়ে সমগ্র আসামের মধ্যে একটি প্রথম সারির মহাবিদ্যালয় রূপে পরিগণিত হয়েছে। স্নাতকোত্তর পাঠ্যক্রমে জৈবপদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান এবং কম্পিউটার বিজ্ঞান বিষয়ে আরম্ভ করা হচ্ছে।

বিভাগসমূহ[সম্পাদনা]

বিজ্ঞান[সম্পাদনা]

  • পদার্থবিজ্ঞান
  • গণিত
  • রসায়ন বিজ্ঞান
  • পরিসংখ্যা বিজ্ঞান
  • কম্পিউটার বিজ্ঞান
  • প্রাণী বিজ্ঞান
  • উদ্ভিদ বিজ্ঞান
  • জৈব পদার্থবিজ্ঞান
  • ফুড প্রসেসিং অ্যান্ড কোয়ালিটি মেনেজমেন্ট
  • সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড সিষ্টেম এডমিনিষ্ট্রেশন

কলা[সম্পাদনা]

  • অসমীয়া
  • ইংরেজি
  • ইতিহাস
  • শিক্ষা
  • অর্থনীতি বিজ্ঞান
  • দর্শন
  • রাজনীতি বিজ্ঞান
  • ভূগোল বিজ্ঞান

তথ্যসূত্র[সম্পাদনা]