পূর্ণচ্ছেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্যাকরণে পূর্ণচ্ছেদ বলতে কোনো বাক্যের সমাপ্তি বোঝানোর জন্য ব্যবহৃত বিভিন্ন যতিচিহ্নকে বোঝায়। বাংলাসহ বিভিন্ন ব্রাহ্মী লিপিতে পূর্ণচ্ছেদ বোঝানোর জন্য দাঁড়ি ব্যবহার করা হয়। অন্যদিকে, লাতিন লিপিতে পূর্ণচ্ছেদ বোঝানোর জন্য ফুল স্টপ ব্যবহার করা হয়।