পুরুষদের সুপার স্ম্যাশ (ক্রিকেট)
অবয়ব
সুপার স্ম্যাশ | |
---|---|
দেশ | নিউজিল্যান্ড |
ব্যবস্থাপক | নিউজিল্যান্ড ক্রিকেট |
খেলার ধরন | টুয়েন্টি২০ |
প্রথম টুর্নামেন্ট | ২০০৫–০৬ |
শেষ টুর্নামেন্ট | ২০২১–২২ |
প্রতিযোগিতার ধরন | দ্বৈত রাউন্ড-রবিন, এলিমিনেশন ফাইনাল ও ফাইনাল |
দলের সংখ্যা | ৬ |
বর্তমান চ্যাম্পিয়ন | নর্দার্ন ব্রেভ (৪র্থ শিরোপা) |
সর্বাধিক সফল | নর্দার্ন ব্রেভ অকল্যান্ড এসেস ওয়েলিংটন ফায়ারবার্ডস (প্রত্যেকে ৪টি শিরোপা) |
টিভি | টিভিএনজেড (নিউজিল্যান্ড) ফক্স ক্রিকেট (অস্ট্রেলিয়া) ইএসপিএন+ (যুক্তরাষ্ট্র) |
ওয়েবসাইট | সুন্দর স্ম্যাশ |
২০২২–২৩ |
পুরুষদের সুপার স্ম্যাশ বা স্পনসরজনিত কারণে ড্রিম১১ সুপার স্ম্যাশ[১] হল নিউজিল্যান্ডের ঘরোয়া টি২০ ক্রিকেট লিগ।[২]
ইতিহাস
[সম্পাদনা]চ্যাম্পিয়নস লিগ টি২০
[সম্পাদনা]২০০৮–০৯ থেকে ২০১৩–১৪ মরসুম পর্যন্ত এই প্রতিযোগিতার বিজয়ী দল চ্যাম্পিয়নস লিগ টুয়েন্টি২০ প্রতিযোগিতায় উত্তীর্ণ হত।
নামকরণ
[সম্পাদনা]- নিউজিল্যান্ড টুয়েন্টি২০ প্রতিযোগিতা – ২০০৫–০৬
- স্টেট টুয়েন্টি২০ – ২০০৬–০৭ থেকে ২০০৮–০৯
- এইচআরভি কাপ – ২০০৯–১০ থেকে ২০১২–১৩
- এইচআরভি টুয়েন্টি২০ – ২০১৩–১৪
- সুপার স্ম্যাশ – ২০১৪–১৫ থেকে বর্তমান
স্পনসর
[সম্পাদনা]- জর্জি পাই – ২০১৪–১৫ থেকে ২০১৫–১৬
- ম্যাকডোনাল্ড’স – ২০১৬–১৭
- বার্গার কিং – ২০১৭–১৮ থেকে ২০১৮–১৯
- ড্রিম১১ – ২০১৯–২০ থেকে বর্তমান (২০২৬ পর্যন্ত চুক্তি)
দল
[সম্পাদনা]বর্তমানে ছয়টি দল এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে যার মধ্যে চারটি দল উত্তর দ্বীপপুঞ্জের এবং দুটি দল দক্ষিণ দ্বীপপুঞ্জের।[৩]
দল | মেজর অ্যাসোসিয়েশন | দ্বীপ | জেলাভিত্তিক অ্যাসোসিয়েশন | ঘরের মাঠ | বিজয়ী | রানার্স-আপ | |
---|---|---|---|---|---|---|---|
অকল্যান্ড এসেস | অকল্যান্ড | উত্তর | নেই | ইডেন পার্ক, অকল্যান্ড | ৪ | ৪ | |
ক্যান্টারবারি কিংস | ক্যান্টারবারি | দক্ষিণ | ক্রাইস্টচার্চ মেট্রো, ক্রাইস্টচার্চ জুনিয়র, ক্যান্টারবারি কান্ট্রি দক্ষিণ ক্যান্টারবারি, বুলার, মধ্য ক্যান্টারবারি, পশ্চিম কোস্ট |
হ্যাগলে ওভাল, ক্রাইস্টচার্চ মেইনপাওয়ার ওভাল, রাঙ্গিওরা |
১ | ৫ | |
সেন্ট্রাল স্ট্যাগস | সেন্ট্রাল ডিস্ট্রিক্টস | উত্তর | তারানাকি, ওয়াঙ্গানুই, মানাওয়াটু, হারাওহেনুয়া-কাপিতি হক'স বে, ওয়েরারাপা, মার্লবরো, নেলসন |
পুকেকুরা পার্ক, নিউ প্লাইমাউথ ম্যাকলিন পার্ক, নেপিয়ার স্যাক্সটন, নেলসন |
৩ | ৩ | |
নর্দার্ন ব্রেভ | নর্দার্ন ডিস্ট্রিক্টস | উত্তর | নর্থল্যান্ড, কাউন্টিস মানুকাউ, হ্যামিল্টন, ওয়েকাটো ভ্যালি বে অব প্লেন্টি, পোভার্টি বে |
সেডন পার্ক, হ্যামিল্টন বে ওভাল, মাউন্ট মঙ্গানুই |
৪ | ২ | |
ওতাগো ভোল্টস | ওতাগো | দক্ষিণ | ডুনেডিন, সাউথল্যান্ড, ওতাগো কান্ট্রি, উত্তর ওতাগো | ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন মলিনঁ পার্ক, আলেকজান্দ্রা কুইন্স পার্ক, ইনভারকার্গিল |
২ | ৩ | |
ওয়েলিংটন ফায়ারবার্ডস | ওয়েলিংটন | উত্তর | নেই | ব্যাসিন রিজার্ভ, ওয়েলিংটন | ৪ | ১ |
ফলাফল
[সম্পাদনা]নিম্নে মরসুম ভিত্তিক ফাইনাল খেলার ফলাফল উল্লেখ করা হল:[৪][৫]
মরসুম | ফাইনাল | ফরম্যাট | ম্যাচ | |||
---|---|---|---|---|---|---|
ফাইনাল খেলার মাঠ | বিজয়ী | ফলাফল | রানার্স-আপ | |||
২০০৫–০৬ বিস্তারিত |
ইডেন পার্ক, অকল্যান্ড | ক্যান্টারবারি উইজার্ডস ১৮০/৪ (১৭.২ ওভার) |
৬ উইকেটে জয়ী স্কোরকার্ড |
অকল্যান্ড এসেস ১৭৯/৭ (২০ ওভার) |
দুটি গ্রুপ; গ্রুপ প্রতি একক রাউন্ড-রবিন; গ্রুপজয়ীদের মধ্যে ফাইনাল | ৭ |
২০০৬–০৭ বিস্তারিত |
অকল্যান্ড এসেস ২১১/৫ (২০ ওভার) |
৬০ রানে জয়ী স্কোরকার্ড |
ওতাগো ভোল্টস ১৫১ (২০ ওভার) |
রাউন্ড-রবিন; শ্রেষ্ঠ দুই দলের মধ্যে ফাইনাল | ১৬ | |
২০০৭–০৮ বিস্তারিত |
পুকেকুরা পার্ক, নিউ প্লাইমাউথ | সেন্ট্রাল স্ট্যাগস ১৫০/৫ (১৬.৩ ওভার) |
৫ উইকেটে জয়ী স্কোরকার্ড |
নর্দার্ন নাইটস ১৪৮/৮ (২০ ওভার) | ||
২০০৮–০৯ বিস্তারিত |
ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন | ওতাগো ভোল্টস | গ্রুপ পর্বে শীর্ষস্থানাধিকারী (বৃষ্টির জন্য ফাইনাল বাতিল) স্কোরকার্ড |
ক্যান্টারবারি উইজার্ডস | ২৫ | |
২০০৯–১০ | পুকেকুরা পার্ক, নিউ প্লাইমাউথ | সেন্ট্রাল স্ট্যাগস ২০৬/৬ (২০ ওভার) |
৭৮ রানে জয়ী স্কোরকার্ড |
অকল্যান্ড এসেস ১২৮ (১৬.১ ওভার) |
৩১ | |
২০১০–১১ | কলিন মেইডেন পার্ক, অকল্যান্ড | অকল্যান্ড এসেস ১৫৮/৮ (২০ ওভার) |
৪ রানে জয়ী স্কোরকার্ড |
সেন্ট্রাল স্ট্যাগস ১৫৪/৯ (২০ ওভার) | ||
২০১১–১২ | অকল্যান্ড এসেস ১৯৬/৫ (২০ ওভার) |
৪৪ রানে জয়ী স্কোরকার্ড |
ক্যান্টারবারি উইজার্ডস ১৫২ (১৮.৩ ওভার) | |||
২০১২–১৩ | ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন | ওতাগো ভোল্টস ১৪৫/৬ (১৮.৩ ওভার) |
৪ উইকেটে জয়ী স্কোরকার্ড |
ওয়েলিংটন ফায়ারবার্ডস ১৪৩/৯ (২০ ওভার) |
দ্বৈত রাউন্ড-রবিন, প্রাক ফাইনাল ও ফাইনাল | ৩২ |
২০১৩–১৪ | সেডন পার্ক, হ্যামিল্টন | নর্দার্ন নাইটস ১৪৪/৫ (১৯ ওভার) |
৫ উইকেটে জয়ী স্কোরকার্ড |
ওতাগো ভোল্টস ১৪৩/৫ (২০ ওভার) | ||
২০১৪–১৫ | ওয়েলিংটন ফায়ারবার্ডস ১৮৬/৬ (২০ ওভার) |
৬ রানে জয়ী স্কোরকার্ড |
অকল্যান্ড এসেস ১৮০/৯ (২০ ওভার) |
দ্বৈত রাউন্ড-রবিন, ২টি প্রাক ফাইনাল ও ফাইনাল | ৩৩ | |
২০১৫–১৬ | ইয়ারো স্টেডিয়াম, নিউ প্লাইমাউথ | অকল্যান্ড এসেস ১৬৬/৬ (২০ ওভার) |
২০ রানে জয়ী স্কোরকার্ড |
ওতাগো ভোল্টস ১৪৬/৯ (২০ ওভার) | ||
২০১৬–১৭ | পুকেকুরা পার্ক, নিউ প্লাইমাউথ | ওয়েলিংটন ফায়ারবার্ডস ১৭২/৭ (২০ ওভার) |
১৪ রানে জয়ী স্কোরকার্ড |
সেন্ট্রাল স্ট্যাগস ১৫৮/৮ (২০ ওভার) |
দ্বৈত রাউন্ড-রবিন, এলিমিনেশন ফাইনাল ও ফাইনাল | ৩২ |
২০১৭–১৮ | সেডন পার্ক, হ্যামিল্টন | নর্দার্ন নাইটস ১০৩/১ (৮.৫ ওভার) |
৯ উইকেটে জয়ী স্কোরকার্ড |
সেন্ট্রাল স্ট্যাগস ৯৯/৮ (২০ ওভার) | ||
২০১৮–১৯ | সেন্ট্রাল স্ট্যাগস ১৪৭/৮ (২০ ওভার) |
৬৭ রানে জয়ী স্কোরকার্ড |
নর্দার্ন নাইটস ৮০ (১৪.৪ ওভার) | |||
২০১৯–২০ | ব্যাসিন রিজার্ভ, ওয়েলিংটন | ওয়েলিংটন ফায়ারবার্ডস ১৬৮৭ (২০ ওভার) |
২২ রানে জয়ী স্কোরকার্ড |
অকল্যান্ড এসেস ১৪৬/৯ (২০ ওভার) | ||
২০২০–২১ | ওয়েলিংটন ফায়ারবার্ডস ১৭৮/৫ (১৯.৪ ওভার) |
৫ উইকেটে জয়ী স্কোরকার্ড |
ক্যান্টারবারি কিংস ১৭৫/৮ (২০ ওভার) | |||
২০২১–২২ | সেডন পার্ক, হ্যামিল্টন | নর্দার্ন ব্রেভ ২১৭/৫ (২০ ওভার) |
৫৬ রানে জয়ী স্কোরকার্ড |
ক্যান্টারবারি কিংস ১৬১ (১৮.৫ ওভার) | ||
২০২২–২৩ | হ্যাগলে ওভাল, ক্রাইস্টচার্চ | নর্দার্ন ব্রেভ ১৫৬/৩ (১৮ ওভার) |
৭ উইকেটে জয়ী স্কোরকার্ড |
ক্যান্টারবারি কিংস ১৫৪/৬ (২০ ওভার) |
আরও দেখুন
[সম্পাদনা]- প্লাঙ্কেট শিল্ড (ফার্স্ট ক্লাস)
- দ্য ফোর্ড ট্রফি (লিস্ট এ)
- হ্যালিবার্টন জনস্টোন শিল্ড (মহিলাদের লিস্ট এ)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "DREAM11 signs up with New Zealand Cricket for another six years"। NZC। ২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২১।
- ↑ "Central Districts' bowling firepower lifts them to title win"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "New Zealand Domestic Twenty20 Table – 2018-19"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "New Zealand Domestic Twenty20"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯।
- ↑ "Super Smash Cricket League Winners List 2005–2021"। www.Criccoal.com। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১।