পুরনো হাভানা
পুরনো হাভানা La Habana Vieja | |
---|---|
হাভানার মিউনিসিপালিটি | |
হাভানায় ওল্ড হাভানার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°০৮′০৯.৪″ উত্তর ৮২°২১′৩০.০″ পশ্চিম / ২৩.১৩৫৯৪৪° উত্তর ৮২.৩৫৮৩৩৩° পশ্চিম | |
দেশ | Cuba |
প্রদেশ | সিউদাদ দে লা হাবানা |
ওয়ার্ড (কনসেজোস পপুলারেস) | বেলেন, ক্যাথেড্রাল, জেসাস মারিয়া, প্লাজা ভাইজা, প্রাদো, স্যান ইসিদ্রো, তাল্লাপাইদ্রি |
আয়তন[১] | |
• মোট | ৪ বর্গকিমি (২ বর্গমাইল) |
উচ্চতা | ৫০ মিটার (১৬০ ফুট) |
জনসংখ্যা (২০০৪)[২] | |
• মোট | ৯৭,৯৮৪ |
• জনঘনত্ব | ২৪,০০০/বর্গকিমি (৬৩,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | ইএসটি (ইউটিসি-5) |
এলাকা কোড | +53-7 |
প্রাতিষ্ঠানিক নাম | Old Havana and its Fortifications |
ধরন | সাংস্কৃতিক |
মানদণ্ড | iv, v |
মনোনীত | ১৯৮২ (৬ষ্ঠ সভা) |
সূত্র নং | ২০৪ |
রাষ্ট্র | কিউবা |
অঞ্চল | লাতিন আমেরিকা ও ক্যারিবিয় অঞ্চল |
পুরনো হাভানা (স্পেনীয়: La Habana Vieja) কিউবার ডাউনটাউনে অবস্থিত শহরের কেন্দ্রস্থল। রাজধানী হাভানার ১৫টি মিউনিসিপ্যালিটির (বোরা) অন্যতম এটি। শহরের জনসংখ্যার ঘণত্বের দিক দিয়ে এর অবস্থান দ্বিতীয়। হাভানার প্রকৃত শহরের আবরণ ধারণ করে আছে। মূল হাভানা শহরের দেয়ালগুলো দিয়ে ওল্ড হাভানা আধুনিক সীমারেখা প্রদান করা হয়েছে।
ওল্ড হাভানা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
ইতিহাস
[সম্পাদনা]হাভানা ভাইজা ১৫১৯ সালে স্পেনীয়দের মাধ্যমে হাভানা উপসাগর তীরবর্তী প্রাকৃতিক উপকূলীয় এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। স্পেনীয় গালিওনদের কাছে এটি নতুন বিশ্ব ও প্রাচীন বিশ্বের বিশ্রাম স্থল হিসেবে বিবেচিত। ১৭শ শতকে এখানে প্রধান জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। বারোক ও নিও-ক্লাসিক ধরনে শহরটি গড়ে উঠে। ২০শ শতকের মাঝামাঝি সময়ে অনেক ভবন ভেঙ্গে পড়ে। তাস্বত্ত্বেও এখনো অনেক ভবন স্থির দাঁড়িয়ে রয়েছে। ওল্ড হাভানার সরু রাস্তাগুলোয় অনেক ভবন দেখা যায়। হিসেব কষে দেখা গেছে যে, এক-তৃতীয়াংশ ভবনই প্রাচীন সংখ্যার দিক দিয়ে যা প্রায় ৩,০০০। বন্দরে, সরকারী প্রতিষ্ঠান ও প্লাজা দ্য আর্মাস নিয়ে প্রাচীন শহরটি গড়ে উঠেছে। ১৫৫৫ সারে ওল্ড হাভানা ধ্বংসপ্রাপ্ত হয় ও ফরাসি জ্যাকুয়েস দ্য সোরেস কর্তৃক পুড়িয়ে দেয়া হয়েছিল। হাভানায় সহজেই দস্যুবৃত্তি ঘটতো। সীমিত প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙ্গে দ্য সোরোস হাভানায় তেমন সম্পদ না পেয়ে খালি হাতেই ফিরে যান। শহরটি ধ্বংসাত্মক অবস্থাতেই পড়ে থাকে ও আগুনে জ্বলতে থাকে। এ ঘটনার পর স্পেনীয় কর্তৃপক্ষ শহরকে রক্ষাকল্পে তীরে কেল্লা গড়েন ও দেয়াল দিয়ে রক্ষা করার চেষ্টা চালান। কাস্তিলো দ্য লা রিয়্যাল ফুর্জা প্রথম দুর্গ নির্মাণ করেন। ১৫৫৮ সালে শুরু করা এ অবকাঠামো প্রকৌশলী বার্তোলোম সাঞ্চেজ তদারকি করেন।
ঝুঁকি
[সম্পাদনা]২০০৮ সালে হারিকেন ইক ওল্ড হাভানার অনেকগুলো অবকাঠামো ধ্বংস করে। ঐতিহাসিক ভবনগুলো ধ্বংস হবার পাশাপাশি অধিবাসীদেরকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে যেতে হয়।[৩] ভবনের আয়ুষ্কালের কারণে দীর্ঘস্থায়ী সংরক্ষণে বেশ হুমকির মুখে রয়েছে স্থানটি।[৪]
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান
[সম্পাদনা]১৯৮২ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় লা হাবানা ভাইজা অন্তর্ভুক্ত করা হয়।[৫] এক বছর পর নিরাপদ পরিচর্যামূলক প্রচারণা চালানো হয়।
- ভিভেইরো, স্পেন
- কার্তাজেনা, কলম্বিয়া
- গুয়ানাজুয়াতো, গুয়ানাজুয়াতো, মেক্সিকো
- সিন্ত্রা, পর্তুগাল, ২০০০ থেকে[৬]
চিত্রমালা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Statoids (জুলাই ২০০৩)। "Municipios of Cuba"। সংগ্রহের তারিখ ২০০৭-১০-০৬।
- ↑ Atenas.cu (২০০৪)। "2004 Population trends, by Province and Municipality" (স্পেনীয় ভাষায়)। ২০০৭-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১০-০৬।
- ↑ Irving, Mark (সেপ্টেম্বর ১০, ২০০৮)। "Hurricane Ike batters historic Old Havana"। The Independent। UK।
- ↑ Sanchez, Ray (মে ৩, ২০০৯)। "Havana's Historic Architecture at Risk of Crumbling Into Dust"। Sun-Sentinel। মে ১১, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৯, ২০১৬।
- ↑ Habana Vieja – UNESCO World Heritage List
- ↑ "Towns twinned with Sintra"। ৮ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Links to sites with casa particular and travel info on Old Havana ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ সেপ্টেম্বর ২০০৭ তারিখে
- 21 Street photos of World Heritage Site Old Havana, Cuba
- Hotels in Old Havana Travel and tourism
- Old Havana Restoring Hidden Treasured Murals ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-০৩-০৩ তারিখে by Vanessa Bauza, Sun Sentinel, April 11, 2004